Saif Ali Khan Attacker (Photo Credits: X, Instagram)

মুম্বই, ১৯ জানুয়ারিঃ কীভাবে ওই দুষ্কৃতী সইফ আলি খানের বাড়িতে প্রবেশ করল? কীভাবে সে সোজা পৌঁছে গেল বাড়ির সবচেয়ে খুদে সদস্য জেহর ঘরের সামনে? জেহ বাড়ির যে শৌচাগারটি ব্যবহার করে সেখানেই নাকি ঘাপটি মেরে বসেছিল হামলাকারী? কিন্তু অভিনেতার বাড়ির অন্দরের সঙ্গে ওই ব্যক্তি কীভাবে এত পরিচিত হল? মুম্বই পুলিশের সন্দেহের তালিকায় ছিল সইফ-করিনার বাড়ির কর্মীদের উপর। হয় কেউ অভিযুক্তকে বাড়ির অন্দরের চিত্র ছবির মত করে চিনিয়েছিল। আর নয়তো আগে থেকে তার যাতায়াত ছিল ওই বাড়িতে। এবার সামনে এল সেই তথ্য।

রবিবার সকালে গ্রেফতার হয়েছে অভিনেতা সইফ আলি খানের উপর হামলা করা দুষ্কৃতী। থানে শহরের হিরানন্দানি এস্টেটে মেট্রো নির্মাণকাজের পিছনে শ্রমিকদের থাকার জায়গায় লুকিয়ে ছিল মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ ওরফে মোহাম্মদ ইলিয়াস। নিজের পরিচয় গোপন করে বিজয় দাস নাম নিয়ে সেখানে থাকছিলেন তিনি। গ্রেফতারির পর চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। উঠে এসেছে বিভিন্ন তথ্য। অভিযুক্তের সঙ্গে বাংলাদেশের যোগ রয়েছে বলে খবর। ভারতীয় নয়, অভিযুক্ত আসলে বাংলাদেশি, এমনটাই অনুমান গোয়েন্দা আধিকারিকদের। পাঁচ মাস আগে ভারতে আসেন তিনি। কোনও বৈধ নথি তাঁর কাছ থেকে নথি মেলেনি।

এরই মাঝে উঠে এসেছে আরও একটি খবর। সূত্রে মারফত জানা যাচ্ছে, অভিনেতার বাড়িতে আগে এসেছিলেন অভিযুক্তের। একটি হাউসকিপিং ফার্মে কাজ করেছেন তিন। সেই সূত্রে সইফের বাড়ি পরিচ্ছন্নতার কাজে সেখানে গিয়েছিলেন শেহজাদ।

পুলিশ সূত্রে খবর, ১৬ জানুয়ারি, বৃহস্পতিবার ভোররাতে বান্দ্রায় সইফের অ্যাপার্টমেন্টে চুরির মতলবে ঢোকেন শেহজাদ। সামনে হঠাৎ সইফ চলে আসায় দুজনের মধ্যে ধ্বস্তাধস্তি হয় এবং অভিনেতার উপর ছুরি দিয়ে হামলা করেন আততায়ী। নিরাপত্তারক্ষী ঘুমাচ্ছেন লক্ষ্য করে বাড়ির পিছনের দরজা দিয়ে অন্দরে প্রবেশ করেন তিনি। জরুরি সময়ে (বহুতল আগুন লাগা বা অন্য কোন বিপদা) আবাসন থেকে বেরনোর পথ দিয়েই সইফের বাড়ির অন্দরে প্রবেশ করেছিলেন অভিযুক্ত। সেই পথ ধরেই জেহর ঘরের সামনে হাজির হন এবং তার বাথরুমে গিয়ে লুকান।