Brahmastra: 'ব্রক্ষ্মাস্ত্রের' ট্রেলারে শাহরুখ খান? উচ্ছ্বসিত অনুরাগীরা, দেখুন
Brahmastra Trailer (Photo Credit: Twitter)

মুম্বই, ১৫ জুন:  সবে সবে মুক্তি পেয়েছে ব্রক্ষ্মাস্ত্রের (Brahmastra ) ট্রেলার। বহু প্রতীক্ষার পর এবার প্রকাশ্যে এল আলিয়া বাট, রণবীর কাপুর অভিনীত প্রথম সিনেমার ট্রেলার। যা দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা।  এই সিনেমায় আলিয়া, রণবীরের পাশাপাশি রয়েছেন মৌনী রায় (Mouni Roy), নাগার্জুনা, অমিতাভ বচ্চন, ডিম্পল কাপাডিয়া।  ব্রক্ষ্মাস্ত্রের ট্রেলারে রণবীর, আলিয়া, মৌনী, অমিতাভ এবং নাগার্জুনার পাশাপাশি কি শাহরুখ খানও রয়েছেন? ট্রেলার মুক্তি পাওয়ার পরপর এমন প্রশ্ন উঠতে শুরু করেছে নেটিজেনদের মধ্যে।  যেখানে ব্রক্ষ্মাস্ত্রের ট্রেলারে শাহরুখ খানের (Shah Rukh Khan) উপস্থিতি নজরে আসছে বলে দাবি করেন অনেকে।  এমনকী বহু শাহরুখ ভক্ত ভিডিয়ো শেয়ার করে, এসআরকে-র উপস্থিতি দাবি করেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ছবিতে।  দেখুন...

 

অনেকে ভিডিয়োর এমন কিছু অংশ প্রকাশ্যে আনছেন, য়েখানে এসআরকে থাকতে পারেন বলে তাঁদের অনুমান...

 

যদিও টিম ব্রক্ষ্মাস্ত্রের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি...