মুম্বই, ২১ নভেম্বরঃ হিন্দি চলচ্চিত্রে শাহরুখ খানের (Shah Rukh Khan) অবদান অনস্বীকার্য। নিজের অক্লান্ত পরিশ্রম দিয়ে ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসে শাহরুখ হয়ে উঠেছেন বলিউডের বাদশা। দেশের গণ্ডি পার করে শাহরুখের জনপ্রিয়তা পৌঁছেছে সাত সমুদ্র তেরো নদী পারেও। হিন্দি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শাহরুখের অবদানকে ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ (Red Sea International Film Festival) বিশেষ পুরস্কারে সম্মানিত করতে চলেছে।
অভিনেতা থেকে প্রযোজনা সবই নিপুণ এবং দক্ষ হাতে করে যাচ্ছেন বলিউডের কিং খান। ভারতীয় সিনেমার অন্যতম সফল অভিনেতা তিনি। তিন দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন শাহরুখ। ১০০ টির বেশি সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। বহু পুরস্কারে সম্মানিতও হয়েছেন তিনি। এবার ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ (Red Sea International Film Festival) সম্মানিত করতে চলেছে শাহরুখ খানকে।
View this post on Instagram
সৌদি আরবে (Saudi Arabia) বসতে চলেছে ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’এর আসর। ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই ফিল্ম ফেস্টিভ্যাল। চলচ্চিত্র উৎসবে মোট ৬১ টি দেশের ৪১ টি ভাষার ১৩১ টি ফিচার ছবি দেখানো হবে।
কাজের প্রসঙ্গে, আগামী বছরে মুক্তি পেতে চলেছে শাহরুখের আসন্ন ছবি ‘পাঠান’ (Pathaan)। দীপিকা পাডুকন (Deepika Padukone) এবং জন আব্রাহামকেও (John Abraham) দেখা যাবে ছবিতে। এই অ্যাকশন ছবি দেখার জন্যে অপেক্ষায় দিন গুনছেন শাহরুখ (Shah Rukh Khan) ভক্তরা।