Shah Rukh Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ১০ জুন:  কোভিড (COVID 19) হলে এত শিগগিরই সুস্থ হলেন কীভাবে? করোনা হয়েছিল না সাধারণ সর্দি, কাশি হয়েছিল? নয়নতারা এবং ভগনেশ শিবনের বিয়েতে অতিথি হিসেবে হাজির হওয়ায় শাহরুখ খানকে এভাবেই কটাক্ষ করলেন নেটিজনেরা।

বৃহস্পতিবার তামিলনাড়ুর (Tamil Nadu) মহাবলিপুরনমে সাতপাকে বাঁধা পড়েন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা (Nayanthar)। ভিগনেশ শিবনের সঙ্গে দীর্ঘ ৭ বছরের সম্পর্কের পর অবশেষে ২ জনের গাঁটছড়া বাঁধেন। নয়নতারা এবং ভিগনেশের বিয়েতে হাজির হন শাহরুখ খান, রজনীকান্ত, অ্যাটলিরা। নয়নতারা এবং ভিগনেশের বিয়েতে শাহরুখকে দেখে একের পর এক কটাক্ষ ভেসে আসতে শুরু করে নেট জনতার তরফে।

আরও পড়ুন:  Jharkhand: নূপুর শর্মার মন্তব্যের বিরুদ্ধে জ্বলছে ঝাড়খণ্ড, জারি কারফিউ, বিক্ষোভ উত্তরপ্রদেশেও

কেউ বলেন, শাহরুখের কোভিড হয়নি। কেউ আবার বলতে শুরু করেন, সাধারণ সর্দি, কাশিকে শাহরুখ করোনা বানিয়ে দিয়েছেন।  শাহরুখ কোভিডে আক্রান্ত হয়ে ২ দিনের মধ্যে কীভাবে সেরে উঠলে, তা নিয়েও প্রশ্ন করেন অনেকে। সবকিছু মিলিয়ে নয়নতারা এবং ভিগনেশের বিয়েতে হাজির হওয়ায় শাহরুখ খানের বিরুদ্ধে কটাক্ষ শুরু করেন অনেকে।