Sara Ali Khan: ভক্তের কাছ থেকে 'সামোসা পাভ' নিলেন সারা, অনুরাগীদের মন জিতলেন সইফ-কন্যা
Sara Ali Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ১১ নভেম্বর: অনুরাগীদের সঙ্গে বরাবরই একেবারে 'ঘরের মেয়ের' মতো ব্যবহার করেন সারা আলি খান। ফলে ভক্তদের কখনও তাঁর সামনে থেকে মন খারাপ করে ফিরে যেতে হয় না। যার জেরে বলিউডে পা রাখার পর থেকেই সারা আলি খানের জনপ্রিয়তা সামনভাবে বাড়তে শুরু করে। এবার সেই সারা আলি খানকে (Sara Ali Khan)  দেখা গেল, এক অনুরাগীর কাছ থেকে 'সামোসা পাভ' নিতে।

বলিউডের (Bollywood) অনেক তারকা যখন অনুরাগীদের সঙ্গে কথা বললেও, তাঁদের কাছ থেকে উপহার নিতে অস্বীকার করেন, সেই সময় সইফ-কন্যার দেখা মেলে একেবারে অন্য ভূমিকায়। দেখুন সারা আলি খানের সেই ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

কেদারনাথ (Kedarnath)দিয়ে বলিউডে (Bollywood) পা রাখেন সারা আলি খান। ওই ছবিতে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি। কেদারনাথের পর সিম্বায় রণবীর সিংয়ের সঙ্গে অভিনয় করেন সারা আলি খান। তারপর থেকে চলছে সারার বলিউড যাত্রা সমানভাবে।