Salman Khan: সলমনকে বিমানবন্দরে থামানো সিআইএসএফ জওয়ান সমস্যায়, কী হল দেখুন
সলমন খান, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ২৪ অগাস্ট: টাইগার থ্রি-এর (Tiger 3) শ্যুটিংয়ের জন্য রাশিয়ায় উড়ে যাচ্ছিলেন সলমন খান (Salman Khan)৷ সেই সময় তাঁকে মুম্বই বিমানবন্দরে থামান এক সিআইএসএফ জওয়ান৷ আর পাঁচজন সাধারণ যাত্রীর মতো সলমন খানও যাতে নিয়ম মেনেই বিমানবন্দরে প্রবেশ করেন, তার জন্যই তারকাকে থামান ওই জওয়ান৷ যে ঘটনা প্রকাশ্যে আসতেই নেটিজেনদের (Netizen) চোখে 'হিরো' হয়ে যান ওই জওয়ান৷ ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সমস্যায় পড়লেন ওই জওয়ান৷

আরও পড়ুন: Salman Khan: বিমানবন্দরে সলমনের পথ আটকালেন সিআইএসএফ জওয়ান, ভাইরাল ভিডিয়ো

জানা যাচ্ছে, সলমনকে যিনি বিমানবন্দরে থামান, সেই জওয়ানের মোবাইল ফোন নেওয়া হয়েছে সংশ্লিষ্ট দফতরের তরফে৷ ওই সিআইএসএফ জওয়ান সেদিন মোবাইল ফোনের মাধ্যমে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন বলে অভিযোগ৷ যা কর্তব্যরত অবস্থায় নিয়ম ভাঙার মধ্যেই পড়ে৷

 

 

View this post on Instagram

 

ভবিষ্যতে যাতে ওই সিআইএসএফ জওয়ান ওই ধরনের সমস্যায় না পড়েন, তার জন্যই তাঁর মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়েছে বলে খবর৷