Salman Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ২২ সেপ্টেম্বর: গদর, পাঠান, কিংবা জওয়ান, একের পর এক সিনেমা বক্স অফিসে দেদার ব্যবসা করছে। সানি দেওল, শাহরুখ খানদের সিনেমার ব্যবসা যখন বক্স অফিসে ধামাকা করছে, সেই সময় বড় কথা বলে ফেললেন সলমন খান। সলমন বলেন, ১০০ কোটির ক্লাবে সিনেমার ব্যবসা বর্তমানে জলভাত। ভবিষ্যতে ১০০০ কোটির বেঞ্চমার্ক নির্দিষ্ট হয়ে যাবে বলে মন্তব্য করেন সলমন। অর্থাৎ সলমন খানের পরবর্তী ছবি ১০০ কোটির ঘর ছুঁয়ে সুপারস্টারের তৈরি বেঞ্চমার্ক ছুঁতে পারে কি না, সে বিষয়ে জল্পনা শুরু হয়েছে।

সলমন খানের পরবর্তী ছবি টাইগার জিন্দা হ্যায়-তে ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বাঁধছেন বলিউডের ভাইজান। টাইগার জিন্দা হ্যায়-এর পর রাধে-ও আসতে পারে বলে মনে করছেন অনেকে। সলমন খানের বর্তমান লুক দেখেই শুরু হয়েছে রাধে নিয়ে জল্পনা।