Salman Khan: মালইকা-অর্জুনের সম্পর্কের জেরেই কি সলমনের সঙ্গে তিক্ততা? প্রকাশ্য়ে গোপন কথা
Arjun Kapoor, Salman Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ২ এপ্রিল: মালাইকা অরোরার (Malaika Arora) সঙ্গে অর্জুন কাপুর (Arjun Kapoor) সম্পর্কে জড়ানোর পর থেকেই বনি-পুত্রের সঙ্গে সলমন খানের (Salman Khan)  বন্ধুত্ব খারাপ হতে শুরু করে।  বি টাউনে কান পাতলে এমনই গুঞ্জন শোনা যায় অহরহ।  সলমন খানের সঙ্গে অর্জুন কাপুরের সম্পর্ক কেমন, তা নিয়ে সম্প্রতি বনি কাপুরকে প্রশ্নের মুখে পড়তে হয়।  যার উত্তরে বনি বলেন, তিনি এ বিষয়ে খুব বেশি অবগত নন।  তবে অর্জুনের মধ্যে যে  অভিনয় সত্ত্বা রয়েছে, তা প্রথম লক্ষ্য করেন সলমন খান।  সলমনই তাঁকে অর্জুনের অভিনয়য় সত্ত্বা সম্পর্কে অবগত করেন এবং তাঁর ছেলেকে প্রশিক্ষণ দেন।  অভিনয়ের জন্য অর্জুন নিজের ওজন কমাতে শুরু করেন সলমনের কথা মত।  তাই অর্জুনের অভিনয় জীবনের শুরুর পিছনে সলমনের হাত রয়েছে বলে জানান বনি কাপুর।  তবে বর্তমানে দুজনের সম্পর্ক কেমন, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলেও স্পষ্ট কররেন বনি।

শোনা যায়, সলমন খানের বোন অর্পিতার সঙ্গে এক সময় সম্পর্কে জড়ান অর্জুন কাপুর।  পরে।  অর্পিতার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় 'তেভর' অভিনেতার।  অর্পিতার সঙ্গে বিচ্ছেদের পর অর্জুন ফের সলমনের কভাই আরবাজের প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরার সঙ্গে জড়িয়ে পড়েন।  এমনকী আরবাজ, মালাইকার বিচ্ছেদের পিছনে অর্জুনের এই সম্পর্ক রয়েছে বলেও গুঞ্জন শোনা যায়। যার জেরেই সলমন খানের সঙ্গে ক্রমশ অর্জুন কাপুরের সম্পর্ক তিক্ততায় পরিণত হয় বলে জানা যায়।  তবে বিষয়টি নিয়ে কখনও দুই অভিনেতাকে মুখ খুলতে দেখা যায়নি।

সম্প্রতি সলমন খানের টাইগার থ্রি-র বিশেষ স্ক্রিনিংয়ে অর্জুন কাপুরকে দেখা যায়।  তারপর থেকেই ২ অভিনেতার সম্পর্কের রসায়ন বদলেছে কি না, তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করে।