মুম্বই, ৮ জানুয়ারি: সলমন খানের (Salman Khan) বাগান বাড়িতে ফের প্রবেশের চেষ্টা অজ্ঞাতপরিচয় ২ ব্যক্তির। মুম্বইতে (Mumbai) সলমন খানের বাগান বাড়িতে অজ্ঞাত পরিচয় ২ ব্যক্তি প্রবেশের চেষ্টা করলে, তাদের গ্রেফতার করা হয়। গত ৪ জানুয়ারি পানভেলে অভিনেতার যে বাগান বাড়ি রয়েছে, সেখানে প্রবেশের চেষ্টা করে অজেস কুমার ওমপ্রকাশ গিল এবং গুরুসেবক সিং নামে ২ ব্যক্তি। সলমন খানের বড় ভক্ত বলে পরিচয় দিয়ে অভিনেতার পানভেলের বাড়িতে প্রবেশের চেষ্টা চালায় ওই ২ জন। নিরাপত্তা রক্ষীদের কাছে নিজেদের ভুল নাম প্রকাশ করে সলমনের বাড়িতে প্রবেশের চেষ্টা করে ওই ২ জন। নিরাপত্তারক্ষীরা বাধা দিলে তারা সেখান থেকে সরে যায়। এরপর রাস্তায় গিয়ে বাসের উপর থেকে পাঁচিল টপকে প্রবেশের চেষ্টা করে ওই ২ জন।
আরও পড়ুন: Salman Khan: বাবা হতে চান সলমন খান, বাধা ভারতীয় আইনের, খোলাখুলি ভাইজান
নিরাপত্তারক্ষীরা ২ জনকে ধরে, পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২ ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারির পর অভিযুক্তদের কাছ থেকে পুলিশ নকল আধার কার্ড উদ্ধার করেছে বলে খবর।