Deepika Padukone, Ranveer Singh (Photo Credit: Instagram)

মুম্বই, ২৯ মার্চ: রণবীর সিং (Ranveer Singh), দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone) নিয়ে বেশ কিছুদিন ধরে জোর গুঞ্জন শুরু হয়েছে। রণবীর, দীপিকার সম্পর্কে চিড় ধরেছে বলে সম্প্রতি অনেকে মন্তব্য করেন। যা নিয়ে বলিউডের এই তারকা জুটি মুখ না খুললেও, তা নিয়ে শোরগোল শুরু হয়ে যায়। এবার মুম্বইয়ের একটি অনুষ্ঠানে স্ত্রী দীপিকা পাড়ুকোনকে হাসিয়ে দিলেন রণবীর সিং। যে অনুষ্ঠানে দীপিকা যখন তাঁর সিনেমায় শাহরুখের মুখের একটি ডায়লগ বলতে শুরু করেন, তখন তাঁর হাত থেকে মাইক কেড়ে  নেন রণবীর সিং। দীপিকার মন তিনি কীভাবে জয় করেছেন, সেই কাহিনীর উল্লেখ প্রকাশ্যে করেন রণবীর সিং। যা শুনে পাশে বসে থাকা বিরাট-অনুষ্কা-সহ প্রত্যেকে হেসে ফেলেন হাহা করে। দেখুন সেই ভিডিয়ো...

 

সম্প্রতি অস্কারের মঞ্চে দেখা যায় দীপিকা পাড়ুকোনকে।  অস্কারের মঞ্চে সঞ্চালনা করতে দেখা যায় বলিউড অভিনেত্রীকে।  অস্কারে দীপিকার হাজিরা এবং তাঁর সাবলীল  সঞ্চালনা মন কেড়ে নেয় প্রায় গোটা বিশ্বের।