Ranveer Singh, Deepika Padukone (Photo Credit: Twitter)

মুম্বই, ১৪ নভেম্বরঃ বলিউডের জনপ্রিয় তারকা জুটির মধ্যে দীপিকা পাডুকন (Deepika Padukone) এবং রণবীর সিং (Ranveer Singh) অন্যতম। ছবির শুটিং সেট থেকে তাঁদের প্রেম পৌঁছায় ছাদনাতলায়। দেখতে দেখতে রণবীর এবং দীপিকার বিবাহিত জীবন চার বছর অতিক্রম করে ফেলেছে। প্রিয় তারকা জুটির বিবাহবার্ষিকী (Ranveer-Deepika Wedding Anniversary) উপলক্ষ্যে তাঁদের অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে তুলেছেন।

আজ থেকে ঠিক চার বছর আগে রণবীর দীপিকার (Ranveer-Deepika) চার হাত এক হয়েছিল। ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির (Itali) লেক কোমোতে (Lake Como) গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং সেরেছিলেন পর্দার বাজিরাও-মস্তানি। অতিরিক্ত লোকসমাগম এড়িয়ে কেবল কাছের বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে সাত পাক ঘুরেছিলেন দম্পতি। সঞ্জয় লীলা বনসালির (Sanjay Leela Bhansali) ছবি ‘রামলীলা’র (Ram Leela) শুটিং সেট থেকেই প্রেম শুরু হয় তাঁদের। দীর্ঘ ছয় বছর প্রেমের পর ২০১৮ তে গিয়ে তাঁদের প্রেম পরিণতি পায় বিবাহে।

কাজের প্রসঙ্গে, খুব শিগগিরি দীপিকাকে দেখা যেতে চলেছে শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ (Pathaan) ছবিতে আবারও জুটি বাঁধছেন শাহরুখ-দীপিকা। জন আব্রাহামকেও দেখা যাবে এই ছবিতে। এছাড়াও দীপিকার ঝুলিতে রয়েছে আরও দুটি ছবি। প্রভাসের (Prabhas) বিপরীতে ‘প্রোজেক্ট কে’ (Project K) এবং হৃত্বিকের (Hrithik Roshan) বিপরীতে ‘ফাইটার’ (Fighter)।

অন্যদিকে রোহিত শেট্টির (Rohit Shetty) সঙ্গে জুটি বেঁধেছেন রণবীর। চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘সার্কাস’ (Cirkus)। এছাড়া করণ জোহার (Karan Johar) পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানী’তে (Rocky Aur Rani Ki Prem Kahani) দেখা যাবে রণবীরকে।