হায়দরাবাদ, ২৪ মে: জালিয়াতির অভিযোগ উঠল চলচ্চিত্র পরিচালক রাম গোপাল ভর্মার বিরুদ্ধে (Ram Gopal Varma)। ৫৬ লক্ষ প্রতারণা করেছেন বলিউডের (Bollywood) এই চলচ্চিত্র পরিচালক। এমনই অভিযোগ করা হল হায়দরাবাদের একটি প্রযোজনা সংস্থার তরফে। সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার তরফে অভিযোগের পরপরই এফআইআর দায়ের করা হয় রাম গোপাল ভর্মার বিরুদ্ধে। সাইবেরাবাদের মিয়াপুর থানায় দায়ের করা হয় পরিচালকের বিরুদ্ধে এফআইআর।
'দিশা' নামে একটি সিনেমার জন্য শেখর আর্ট ক্রিয়েশন নামে একটি প্রযোজনা সংস্থার কাছ থেকে অর্থ ধার করেন রাম গোপাল ভর্মা। সিনেমার তৈরির পর রাম গোপাল ভর্মার ওই অর্থ ফেরৎ দেওয়ার কথা ছিল কিন্তু তিনি তা ফেরৎ দেননি বলে অভিযোগ। ২০১৯ সালে এক পশু চিকিৎসককে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়ার কথা ছিল রাম গোপালের এই সিনেমার।
আরও পড়ুন: Suhana Khan: বাইশে সুহানা, দেখুন শাহরুখ-কন্যার জন্মদিনের চোখ ঝলসানো অনুষ্ঠানের ছবি
ওই সিনেমার দরুণ রাম গোপাল ভর্মা দক্ষিণের ওই প্রযোজনা সংস্থার কাছ থেকে অর্থ নিলেও, রাম গোপাল ভর্মা তা ফেরৎ দেননি বলেই দায়ের করা হয় অভিযোগ।