Rakhi Sawant, Adil Khan Durrani (Photo Credit: Instagram)

মুম্বই, ৩ ফেব্রুয়ারি: ফের ঘর ভাঙছে রাখি সাওয়ান্তের (Rakhi Sawant)? আদিল খান দুরানি (Adil Khan Durrani) তাঁর সঙ্গে সঠিক কাজ করেননি। স্ত্রী থাকতে আদিল অন্য মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। মায়ের মৃত্যুর পর এবার এমনই অভিযোগ করলেন রাখি সাওয়ান্ত। শুক্রবার সংবাদমাধ্যমের সামনে ফের হাজির হন রাখি। সেখানে তিনি বলেন, তাঁর এবং আদিলের মধ্যে তৃতীয় কোনও মহিলা হাজির হয়েছেন। সেই মহিলাই রাখির বিবাহিত জীবন ধ্বংস করে দিচ্ছেন বলে অভিযোগ করেন অভিনেত্রী। রাখি বলেন, তিনি যখন বিগ বস মারাঠিতে ছিলেন, সেই সময় আদিলের সঙ্গে ওই মহিলার সম্পর্ক গড়ে ওঠে। তিনি সব জানেন। তাঁর কাছে ছবি, ভিডিয়ো সব রয়েছে। সময় মত তিনি সবকিছু ফাঁস করে দেবেন বলে জানান রাখি সাওয়ান্ত।

আরও পড়ুন: Rakhi Sawant Video: 'মেরি শাদি খতরে মে হ্যায়', কান্না রাখি সাওয়ান্তের, দেখুন

এসবের পাশাপাশি রাখি আরও বলেন, এখনও সময় আছে, আদিল যেন ঘরে ফিরে আসেন। সেই সঙ্গে যে মহিলার সঙ্গে আদিলের বিবাহ বহির্ভূত সম্পর্ক, তিনি যেন তাঁর স্বামীর কাছ থেকে দূরে সরে যান বলে কার্যত সুর চড়ান রাখি সাওয়ান্ত। দেখুন ভিডিয়ো...

 

 

View this post on Instagram