মুম্বই, ২৫ নভেম্বর: মেয়ের নাম প্রকাশ করলেন রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt)। আলিয়া নিজের সোশ্যাল হ্য়ান্ডেলে মেয়ের নাম প্রকাশ করেন। তারকা দম্পতি মেয়ের নাম রাখেন 'রাহা' (Raha)। নীতু কাপুর নিজে নাতনির নাম পছন্দ করে রেখেছেন বলে জানান আলিয়া। শুধু তাই নয়, বিভিন্ন ভাষায় রাহা-র নামে কী, তাও খোলসা করে জানান আলিয়া। সবকিছু মিলিয়ে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের মেয়ের নাম প্রকাশ্যে আসতেই তা নিয়ে তারকা দম্পতির অনুরাগীদর মধ্যে জল্পনা শুরু হয়। সম্প্রতি ছোট্ট কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া। সন্তানের জন্মের পর তাঁর মুখ প্রকাশ করেননি রণলিয়া। পাশাপাশি মেয়ে যদি তাঁর মত অভিনেত্রী হতে না চান, সেই কারণে স্পটলাইট থেকে ছোট্ট সদস্যকে তাঁরা দূরে রাখার সিদ্ধান্ত নেন বলে জানান আলিয়া ভাট।
আরও পড়ুন: Alia Bhatt: ব্যক্তিগত পরিসর থেকে মেয়েকে সামনে আনতে চান না, বড় সিদ্ধান্ত আলিয়ার
View this post on Instagram
আলিয়া ভাট মেয়ের নাম প্রকাশ করতেই তাঁকে ভালবাসা জানান করিনা কাপুর খান (Kareena Kapoor Khan), প্রিয়াঙ্কা চোপড়ারা (Priyanka Chopra)। রাহাকে কোলে কখন নেবেন, সেই সময় কখন আসবে বলে মন্তব্য করেন করিনা কাপুর খান। অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়াও ভালবাসা জানান ছোট্ট রাহাকে।