Alia Bhatt, Kangana Ranaut (Photo Credit: Instagram)

মুম্বই, ২১ ফেব্রুয়ারি: ফের রণবীর কাপুর (Ranbir Kapoor), আলিয়া ভাটদের (Alia Bhatt) একহাত নিলেন কঙ্গনা রানাউত। নাম না করেই বলিউডের একাধিক অভিনেতা 'নেপো মাফিয়া' বলে কটাক্ষ করেন কঙ্গনা। যা নিয়ে ফের সোশ্যাল মিডিয়ায় জোরদার চর্চা শুরু হয়েছে। এবার সেরা অভিনেতা হিসেবে দাদা সাহেব ফালকে পান রণবীর কাপুর। ব্রক্ষ্মাস্ত্রের জন্য এই পুরস্কার পান রণবীর। অন্যদিকে গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির জন্য সেরার শিরোপা পান আলিয়া ভাট। নেগেটিভ চরিত্রের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান মৌনী রায় (Mouni Roy)। দাদা সাহেব ফালকে নিয়ে যখন জোর চর্চা শুরু হয়, সেই সময় ফের মাঠে নামেন কঙ্গনা (Kangana Ranaut)।

 

দাদা সাহেব ফালকে নিয়ে ফের বলিউডের একাংশকে কটাক্ষ করলেন কঙ্গনা রানাউত।আলিয়া ভাট, রণবীর কাপুরদের ঝুলিতে সেরা অভিনেতার পুরস্কার যেতেই ট্যুইট করেন কঙ্গনা। কঙ্গনার চোখে যাঁরা সেরা অভিনেতা, সেই তালিকা তুলে ধরেন অভিনেত্রী। যেখানে ঋষভ শেট্টি, ম্রুনাল ঠাকুর, তব্বু, অনুপম খেরদের নাম করেন তিনি।

আরও পড়ুন:  Kangana Ranaut: দীপাবলির লাড্ডুতে 'পিরিয়ডের রক্ত' মেশান 'ডাইনি' কঙ্গনা, 'নোংরা' অভিযোগ ওঠে নায়িকার বিরুদ্ধে

অন্যদিকে সেরা পরিচালক হিসেবে আরআরআর-এর জন্য এসএস রাজামৌলীর নাম করেন কঙ্গনা রানাউত। কঙ্গনার ট্যুইট প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায়। যদিও কঙ্গনার ট্যুইটের পর এ বিষয়ে কোনও তারকাকেই পালটা মন্তব্য করতে শোনা যায়নি।