সলমন খান

মুম্বই, ৮ জুলাই: জালিয়াতির অভিযোগে সলমন খানকে সমন পাঠাল চণ্ডিগড় পুলিশ। সলমন খানের (Salman Khan) পাশাপাশি তাঁর বোন আলভিরা খান সহ আরও ৭ জনকে সমন পাঠানো হয়েছে চণ্ডিগড় পুলিশের (Chandigarh Police) তরফে।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বিয়িং হিউম্যানের নাম করে সলমন খান, আলভিরা খান সহ আরও ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়ছে। এরপরই তাঁদের সমন পাঠানো হয়। আগামী ১৩ জুলাই পর্যন্ত তাঁদের সময় দেওয়া হয়েছে। ১৩ জুলাইয়ের মধ্যে সলমনদের সমনের উত্তর দিতে হবে বলে খবর। এই সময়ের মধ্যে যদি বেআইনি কোনও প্রমাণ পাওয়া যায় সলমনদের বিরুদ্ধে, তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানান চণ্ডিগড়ের পুলিশ সুপার।

আরও পড়ুন: Aparajita Adhya: 'প্রিয়জনকে হারিয়েছেন, জীবন কতটা ভয়ঙ্কর...' কী বললেন অপরাজিতা

যদিও চণ্ডিগড় পুলিশের সমনের বিষয়ে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি সলমন খান বা আলভিরা খানের কেউই।

প্রসঙ্গত সলমন বর্তমানে 'কভি ইদ কভি দিওয়ালি' এবং 'টাইগার থ্রি'-র শ্যুটিং করছেন