মুম্বই, ১৮ নভেম্বরঃ বলিউডে তৈরি হতে চলেছে আরও এক বায়োপিক। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) জীবন এবার চলচ্চিত্রের রূপ পেতে চলেছে। পর্দায় প্রাক্তন প্রধানমন্ত্রীর চরিত্র ফুটিয়ে তুলতে চলেছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)।
জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র পরিচালক রবি জাদভ (Ravi Jadhav) ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর আত্মজীবনীকে সিনেমার রূপ দিতে চলেছেন। ছবির নাম ‘ম্যায় রাহু ইয়া না রাহু ইয়ে দেশ রেহনা চাহিয়ে অটল’। দেশের প্রধানমন্ত্রী সেই সঙ্গে ভারতীয় জনতা পার্টির (Bharatiya Janata Party) অন্যতম প্রতিষ্ঠাতা অটলবিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) সংগ্রামে ভরা জীবনকে সিনেমার রূপ দিতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন পরিচালক রবি। পরিচালকের কথায়, “একজন পরিচালক হিসাবে এর থেকে ভাল কাহিনী আর হয়তো আমি পেতাম না। অটল বিহারী বাজপেয়ীর মত একজন মানুষের জীবনী নিয়ে আমি কাজ করতে চলেছি, আশা করছি দর্শকের সকল প্রত্যাশা আমি রাখতে পারব”। বিপাকে ‘লাইগার’ পরিচালক, ইডি-ই মুখোমুখি পুরী জগন্নাথ
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) ভূমিকায় পর্দায় দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে (Pankaj Tripathi)। অভিনেতার কথায়, “ওনার মত একজন মানবিক রাজনীতিবিদের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে পারাটা আমার কাছে সৌভাগ্যের। তিনি কেবল একজন রাজনীতিবিদই ছিলেন না একই সঙ্গে একজন অসাধারণ লেখক এবং জনপ্রিয় কবিও ছিলেন। আমার মত একজন অভিনেতার কাছে তাঁর জুতোতে পা গলানো স্বপ্নের সমান”।
ছবির প্রযোজক সন্দীপ সিং জানিয়েছেন, আগামী বছর মুক্তি পাবে ছবি। ছবির মুক্তির জন্যে ভারতরত্ন প্রাপ্ত অটল বিহারী বাজপেয়ীর ৯৯’তম জন্মবার্ষিকীর শুভক্ষণকেই বেছে নিয়েছেন নির্মাতারা।