Pankaj Tripathi Daughter Aashi Makes Acting Debut (Photo Credits: X)

মুম্বই, ১৮ মার্চঃ ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসে বলিউডে নিজের জায়গা পোক্ত করেছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)। কৌতুক চরিত্র হোক কিংবা খল চরিত্র, অবলীলায় পর্দায় তা ফুটিয়ে তোলেন প্রবীণ অভিনেতা। তাঁর বহুমুখী অভিনয় প্রতিভা তাঁকে অনায়াসে ভক্তদের মনে জায়গা করে দিয়েছে। বাবার পথ অনুসরণ করে এবার ইন্ডাস্ট্রিতে পা রাখলেন পঙ্কজ কন্যা। মিউজিক ভিডিয়োর হাত ধরে বিনোদন জগতে আত্মপ্রকাশ করেছেন পঙ্কজ ত্রিপাঠী এবং স্ত্রী মৃদুলা ত্রিপাঠীর কন্যা আশী ত্রিপাঠী (Aashi Tripathi)।

মুম্বইয়ের কলেজ থেকে পড়াশোনা করছেন আশী (Aashi Tripathi)। সঙ্গীত পরিচালক অভিনব আর কৌশিক তাঁর আসন্ন মিউজিক ভিডিয়োর জন্যে পঙ্কজ-পত্নী মৃদুলার সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে খবর। এরপর স্বামীর সঙ্গে আলোচনা করে মেয়েকে মিউজিক ভিডিয়োয় অভিনয়ের জন্যে সমর্থন দেন মৃদুলা।

আশী অভিনীত মিউজিক ভিডিয়োটির নাম 'রঙ দারো' (Rang Daaro)। দিন কয়েক আগেই মিউজিক ভিডিয়োটি মুক্তি পেয়েছে।  মেয়েকে পর্দায় দেখে বেশ গর্বিত বাবা পঙ্কজ (Pankaj Tripathi)। জানালেন, অভিনয়ের প্রতি মেয়ে বরাবরই আগ্রহী। আগামী দিনে তাঁর যাত্রা তাঁকে কোথায় নিয়ে যায় তা দেখার জন্যে আগ্রহী।

পঙ্কজ কন্যা অভিনীত মিউজিক ভিডিয়োঃ