Aryan Khan (Photo Credits: Instagram)

মুম্বই, ৯ মেঃ ২০২১ সালে মাদকচক্র মামলায় গ্রেফতার হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান (Aryan Khan)। গোপন সূত্রে খবর পেয়ে মুম্বইয়ের (Mumbai) এক প্রমোদতরীতে হানা দিয়েছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো তথা এনসিবি (Narcotics Control Bureau)। সেদিনে প্রমোদতরীতে ছিলেন আরিয়ান। এনসিবি অভিযান চালানোর পরই গ্রেফতার হয়েছিলেন শাহরুখ (Shah Rukh Khan) পুত্র। এই মাদক পাচার চক্রে তদন্তকারী অফিসারদের মধ্যে অন্যতম ছিলেন বিশ্ব বিজয় সিংহ। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (Narcotics Control Bureau) চাকরি থেকে সরানো হল তাঁকে।

গত বছরই সাসপেন্ড করা হয়েছিল ওই এনসিবি (NCB) আধিকারিককে। এবার পাকাপাকি ভাবে চাকরি গেল এসপি পদমর্যাদার আধকারিক বিশ্ব বিজয় সিংহের। কী কারণে এনসিবি-র চাকরি থেকে সরানো হল তাঁকে? উঠছে প্রশ্ন।

আরিয়ান খান মাদক মামলায় (Aryan Khan Drug Case) যুক্ত থাকার কারণে এনসিবি আধিকারিকের এমন পরিণতি! না, সূত্র মারফত খবর, ২০২২ সালে দিল্লির একটি মামলার তদন্তে গাফিলতির অভিযোগ উঠছিল বিজয় সিংহের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে এনসিবি আধিকারিকের বিরুদ্ধে শুরু হয় তদন্ত। সেই তদন্ত চলাকালীন সাসপেন্ড করা হয়েছিল তাঁকে। সদ্যই শেষ হয়েছে সেই তদন্তের কাজ। আর তার পরেই চাকরি থেকে বিজয়কে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এনসিবি (NCB)। আর সেই খবর নিশ্চিত করেছে স্বয়ং এনসিবি ডিরেক্টর সত্য নারায়ণ প্রধান।