Nawazuddin Siddiqui and Wife Aaliya Siddiqui (Photo Credits: Twitter)

মুম্বই, ২৯ মার্চ: নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui) এবং আলিয়া সিদ্দিকি (Aaliya Siddiqui) এবার বিচ্ছেদের রাস্তায় হাঁটছেন। সন্তানের মুখের দিকে তাকিয়েও তাঁরা আর একসঙ্গে থাকছেন না। এবার এমনই জানালেন আলিয়া সিদ্দিকি। নওয়াজের সঙ্গে তিনি আর কোনওভাবেই থাকবেন না। ফলে তাঁরা বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান অভিনেতার স্ত্রী। সম্প্রতি স্ত্রী আলিয়ার বিরুদ্ধে মানহানির মামলায় দায়ের করেন নওয়াজউদ্দিন। ১০০ কোটির মানহানির মামলা নওয়াজ দায়ের করেন আলিয়ার বিরুদ্ধে। স্ত্রীর পাশাপাশি ভাই শামসউদ্দিনের বিরুদ্ধেও মামলা দায়ের করেন বলিউড অভিনেতা।

আরও পড়ুন: Nawazuddin Siddiqui's Mother Filed FIR: নওয়াজের স্ত্রী আলিয়ার বিরুদ্ধে FIR অভিনেতার মায়ের

এদিকে নওয়াজের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেও মেয়ে সোহরা এবং ছেলে ইয়োনির দায়িত্ব যাতে তিনি পান, সে বিষয়ে আদালতে দাবি করছেন বলে জানান আলিয়া সিদ্দিকি। নওয়াজও সন্তানের দায়িত্বের জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন। তবে নওয়াজ যাতে কোনওভাবে সন্তানদের দায়িত্ব না পান, সে বিষয়ে তিনি লড়াই করবেন বলে জানান আলিয়া। পাশাপাশি নওয়াজের দুই সন্তানই মায়ের সঙ্গে থাকে। ফলে সন্তানদের ছেড়ে থাকতে পারবেন না বলে জানান আলিয়া সিদ্দিকি।