মুম্বই, ২৮ ফেব্রুয়ারি: এবার নওয়াজউদ্দিন সিদ্দিকির (Nawazuddin Siddiqui') বিরুদ্ধে তোপ দাগলেন তাঁর ভাই শামাস। বলিউড অভিনেতার ভাই প্রকাশ্যে নওয়াজের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন, নওয়াজউদ্দিন সিদ্দিকিকে যেমন বাইরে থেকে মনে হয়, তিনি আদতে তেমন নন। ওয়াজউদ্দিন সিদ্দিকি আদতে অত্যন্ত জটিল মানুষ বলে মন্তব্য করেন শামাস। তিনি আরও বলেন, নওয়াজউদ্দিন তাঁদের পরিবারের জন্য বাড়ি কিনেছেন, সম্পত্তি করেছেন ঠিকই কিন্তু অভিনেতা অত্যন্ত জটিল মানুষ। এসবের পাশাপাশি শামাস আরও বলেন, নওয়াজ তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকিকে পরিত্যাগ করেছেন। তেমনি তাঁকেও পরিত্যাগ করেছেন বলে দাবি করেন শামাস।
আরও পড়ুন: Nawazuddin Siddiqui's Mother Filed FIR: নওয়াজের স্ত্রী আলিয়ার বিরুদ্ধে FIR অভিনেতার মায়ের
শামাসের সঙ্গে যাতে পরিবারের কেউ সম্পর্ক না রাখেন, সে বিষয়ে প্রত্যেককে সতর্ক করেন নওয়াজউদ্দিন। সেই কারণে শামাসের সদ্যোজাত সন্তানকে দেখতে সিদ্দিকি পরিবারের কেউ হাজির হননি বলও দাবি করেন নওয়াজউদ্দিনের ভাই।
পরিবারের জন্য সবকিছু করছেন বলে দাবি করলেও, নওয়াজ যে আদতে একেবারে অন্যরকম মানুষ, সেই দাবি করেন শামাস।