Navya Naveli Nanda - Siddhant Chaturvedi: অমিতাভের নাতনি নভ্যার সঙ্গে দেখা মিলল সিদ্ধান্ত চতুর্বেদীর, দেখুন ভিডিয়ো
Navya Naveli Nanda, Siddhant Chaturvedi (Photo Credit: Instagram)

মুম্বই, ১১ ডিসেম্বর:  সিদ্ধান্ত চতুর্বেদীর (Siddhant Chaturvedi) সঙ্গে ফের একসঙ্গে দেখা গেল নভ্যা নভেলি নন্দাকে। বলিউডের জনপ্রিয় প্রয়োজক অমৃতপাল সিং বিন্দ্রার জন্মদিনের পার্টি থেকে একসঙ্গে বের হতে দেখা যায় নভ্যা নভেলি নন্দা (Navya Naveli Nanda) এবং সিদ্ধান্ত চতুর্বেদীকে। নভ্যা নভেলি নন্দা এবং সিদ্ধান্ত চতুর্বেদীকে যখন অমৃতপাল সিং বিন্দ্রার জন্মদিনের পার্টি থেকে একসঙ্গে বের হতে দেখা যায়, তাঁদের দুজনের পরনেই ছিল লাল রঙের পোশাক। যা দেখে ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠতে শুরু করে। বেশ কয়েক মাস ধরেই সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে নভ্যা নভেলি নন্দার সম্পর্কের গুঞ্জন শোনা যায় বলিউডে। যদিও ফোন ভূতের প্রমোশনে কফি উইফ করণে-র সেটে হাজির হয়ে সিদ্ধান্ত দাবি করেন, তিনি সিঙ্গল। করণের কাউচে বসে ওই দাবির পরপরই এবার ফের নভ্যার সঙ্গে একই গাড়িতে দেখা যায় সিদ্ধান্ত চতুর্বেদীকে।

আরও পড়ুন: Vicky Kaushal Video: ক্যাটের সঙ্গে প্রথম বিবাহবার্ষিকী কাটাতে গিয়ে কী করলেন ভিকি কৌশল, দেখুন ভিডিয়ো

 

View this post on Instagram

 

প্রসঙ্গত ফোনভূত-এ ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) এবং ঈশান খট্টরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন সিদ্ধান্ত চতুর্বেদী। এর আগে  'গেহরায়িয়া'-তে দীপিকা পাড়ুকোনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন সিদ্ধান্ত।