আগের দুটো সিজনের মত এবার দর্শকদের মনে ততটা দাগ কাটতে পারেনি 'মির্জাপুর 3'। সমালোচকরাও বেশী নম্বর দেয়নি গুড্ডু ভাইয়ার দাপাদাপির 'সিজন ৩'-কে। তবে দর্শক, সমালোচকরা যাই বলুন, মির্জাপুর ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি কিন্তু দর্শক সংখ্যার নিরিখে কিস্তিমাত করল। ভারতে প্রাইম ভিডিয়োর উইকএন্ডে দেখার কনটেন্ট হিসেবে সর্বকালের সবচেয়ে জনপ্রিয় শো হল মির্জাপুর খ্রি।
মানে সপ্তাহান্তে প্রাইম ভিডিয়ো ইন্ডিয়ায় দেখা এক নম্বর শো হল 'মির্জাপুর ৩'। শুধু তাই নয়, বিশ্বের ৭৫টিরও বেশী দেশে অ্যামাজনের প্রাইম ভি়ডিয়ো দেখা যায়। এত বড় বিনোদনের মাঠে 'মির্জাপুর ৩' এখন গোটা বিশ্বে প্রাইম ভিডিয়োর ট্রেন্ডিং শোয়ের তালিকায় প্রথম দশে আছে। ২০১৮ সালের নভেম্বরে প্রাইম ভিডিয়োয় লঞ্চ করেছিল পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল, বিক্রান্ত মাসি-র মির্জাপুর। দু বছর পর, ২০২০ সালের অক্টোবরে আসে মির্জাপুর-এর দ্বিতীয় সিজন। তৃতীয় সিজন আসতে এরপর লাগল ৪ বছর।
দেখুন খবরটি
‘MIRZAPUR’ SEASON 3 CONTINUES ITS WINNING STREAK... DEVELOPMENT OF SEASON 4 BEGINS... #Season 3 becomes the most-watched show ever on @PrimeVideoIN in #India during the *launch weekend*.
Meanwhile, the makers have commenced development of the fourth season of the show.… pic.twitter.com/YF9tCSaDJF
— taran adarsh (@taran_adarsh) July 12, 2024
এই আকাশছোঁয়া সাফল্যের পর দেরি না করে 'মির্জাপুর ৪'-এর কাজ শুরু হয়ে যাচ্ছে। প্রসঙ্গত, প্রাইম ভিডিয়ো ইন্ডিয়ার প্রথম তিনটি জনপ্রিয় সিরিজ হল- মির্জাপুর, পঞ্চায়েত, ফ্যামিলি ম্যান।