মুম্বই, ৩০ জুন: বহুযুগ ধরে চলে আসা হিন্দু  প্রথা ভাঙলেন মন্দিরা বেদী (Mandira Bedi)। স্বামী রাজ কৌশলের শেষযাত্রায় নিজেই নিলেন তার ভার। রাজ কৌশলকে (Raj Kaushal) যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, সেই সময় অন্তিম লগ্নে কাধ দেন মন্দিরা বেদী। জীবনসঙ্গীর শেষযাত্রায় মাটির হাড়ি বয়ে নিয়ে যান মন্দিরা। যে ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে আসতেই মন ভেঙে যায় নেটিজেনদের। ওই ছবি দেখে মন্দিরার প্রশংসাও শুরু করে দেন অনেকে।

দেখুন...

 

 

View this post on Instagram

 

বুধবার ভোর সাড়ে চারটে নাগাদ বুকে ব্যাথা শুরু হয় বলিউডের (Bollywood) জনপ্রিয় পরিচালক, প্রযোজক রাজ কৌশলের। বুকে ব্যথা শুরু হওয়ার পর চিকিৎসার অবকাশ মেলেনি। বাড়িতেই মৃত্যু হয় চলচ্চিত্র পরিচালকের।

আরও পড়ুন: Raj Kaushal এর শেষযাত্রা,শোকে মূহ্যমান বলিউড

রাজ কৌশলের মৃত্যুর খবর ছড়াতেই শোকে মূহ্যামন হয়ে পড়ে গোটা বলিউড। রোহিত রায় থেকে শুরু করে অপূর্ব অগ্নিহোত্রী, নেহা ধুপিয়া, পরিচালক অনির, একের পর এক তারকা ট্যুইট করতে শুরু করেন। মাত্র ৪৯-এ জীবন শেষ করে রাজ খুব শিগগিরই চলে গেলেন বলে ট্যুইট করেন পরিচালক অনির।