নয়া দিল্লি, ৯ অগাস্টঃ সুপ্রিম কোর্টে (Supreme Court) বলিউড চলচ্চিত্র 'লাপাতা লেডিস' (Laapataa Ladies) এর বিশেষ প্রদর্শন। আজ শুক্রবার দুপুরে দেশের শীর্ষ আদালতে বিচারক, তাদের পরিবার এবং রেজিস্ট্রি কর্মকর্তাদের জন্যে দেখানো হচ্ছে কিরণ রাও (Kiran Rao) পরিচালিত ছবিটি। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার পঁচাত্তরতম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিচারপতিদের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
সুপ্রিম কোর্টে লাপাতা লেডিসের বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিতি রয়েছেন ছবির প্রযোজক আমির খান (Aamir Khan), করণ রাও। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud) সহ অন্যান্য বিচারপতি এবং তাঁদের পরিবার সকলে মিলে উপভোগ করছেন বলিউডের এই ছবি। বিকাল 4.15 থেকে সন্ধ্যা 6.20 পর্যন্ত সুপ্রিম কোর্টের সি-ব্লক প্রশাসনিক ভবন কমপ্লেক্সের অডিটোরিয়ামে ছবিটি প্রদর্শিত হচ্ছে।
ছবি প্রদর্শনের সুপ্রিম কোর্টে আমির খান...
#WATCH | Delhi: Actor Aamir Khan at the Supreme Court, as he leaves from Court No.1 after hearing.
Chief Justice of India DY Chandrachud welcomed him and said - I don't want a stampede in the court, but we welcome Mr Amir Khan who is here for the screening of the film.
His… pic.twitter.com/lTe7qRcjj1
— ANI (@ANI) August 9, 2024
চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ছবি 'লাপাতা লেডিস' (Laapataa Ladies) বক্স অফিসে সেভাবে ব্যবসা করতে পারেনি। কিন্তু ওটিটি মঞ্চ নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পাওয়ার পর ছবির গল্প ছুঁয়ে গিয়েছে প্রতিটি দর্শকের মনের গহীন। সমাজে লিঙ্গ সমতার বিষয়ে একটি সচেতন বার্তা ছড়িয়ে দেয়ার চেষ্টা করেছে কিরণ রাওয়ের লাপাতা লেডিস। সকল স্তরের দর্শক থেকে সমালোচক কিরণ রাওয়ের ছবি বিপুল প্রশংসা কুড়িয়েছে। গুগলে লাপাতা লেডিসের 'আইএমডিবি রেটিং' ৮.৪। বিশেষ চেনা মুখ নয়, বরং উঠতি তরুণ তারকাদের নিজের পরিচালিত ছবির জন্যে বেছে নিয়েছিলেন আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ। লাপাতা লেডিসে রবি কিষাণের (Ravi Kishan) অভিনয় এক অন্যমাত্রা পেয়েছে। দেশের শীর্ষ আদালতে লাপাতা লেডিসে প্রদর্শন নিঃসন্দেহে ছবির জন্যে এক বিশাল গৌরবের বিষয়।