Aamir Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ১ সেপ্টেম্বর: বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha)। আমির খান (Aamir Khan), করিনা কাপুর খানের (kareena Kapoor Khan) এই সিনেমা মুখ থুবড়ে পড়ার পর থেকে জোর শোরগোল শুরু হয়ে যায়। লাল সিং চাড্ডা মুখ থুবড়ে পড়ার পর এবার ক্ষমা চাওয়া হল অভিনেতার প্রযোজনা সংস্থার তরফে। 'মিছামি দুখাদম'-এর দিন আমির খান প্রোডাকশনের তরফে দুঃখ প্রকাশ করা হয়।  কখনও যদি কাউকে দুঃখ দিয়ে থাকেন, তার জন্য ক্ষমা প্রার্থনা করা হয়।  জেনে না জেনে কাউকে কষ্ট দিলেও, তার জন্য ক্ষমা প্রার্থী বলেও আমির খান প্রোডাকশনের ওই ভিডিয়োয় বার্তা দেওয়া হয়। আমির খানের প্রযোজনা সংস্থার তরফে যে ভিডিয়ো শেয়ার করা হয়, তার আবহ সঙ্গীতে ছিলেন শাহরুখ খানের 'কাল হো না হো'-র ধুন। লাল সিং চাড্ডা মুখ থুবড়ে পাড়ায় আমির খানের প্রযোজনা সংস্থার তরফে যতই ক্ষমা চাওয়া হোক না কেন, তাতে মন গলেনি অনেকেরই।

ওই ভিডিয়ো দেখে নেটিজেনদের কেউ কেউ মন্তব্য করেন, আমিরের ওই সোশ্যাল হ্যান্ডেল হ্যাক করা হয়েছে। যে গলায় সবার কাছে ক্ষমা চাওয়া হয়, তা আমির খানের নয়। ফলে আমির খান প্রোডাকশনের ওই সোশ্যাল হ্যান্ডেল হ্যাক করা হয়েছে বলেও কটাক্ষ করেন কেউ কেউ।

 

প্রসঙ্গত ২০১৫ সালে একটিসাক্ষাৎকারে হাজির হন আমির খান এবং কিরণ রাও।  ওই সাক্ষাৎকারে হাজির হয়ে দেশের বর্তমান (সেই সময়) পরিস্থিতি নিয়ে মুখ খোলেন আমির, কিরণ। সেখানেই ভারতবর্ষ দিন দিন যেভাবে 'অসহিষ্ণু' হয়ে উঠছে, তাতে এই দেশে নিজের সন্তানদের ভবিষ্যত নিয়ে তাঁরা চিন্তিত বলে মন্তব্য করতে দেখা যায় তারকা দম্পতিকে।

আরও পড়ুন:  Anubrata Mandal: অভিষেককে ইডির তলব নিয়ে প্রশ্ন করতেই 'ক্ষেপে' উঠলেন অনুব্রত

যে ব্যক্তির ভারতবর্ষকে অসহিষ্ণ বলে মনে হয়, তাঁরা কেন এই দেশে থাকছেন বলে প্রশ্ন তোলেন অনেকে।  আমির, কিরণের ওই মন্তব্যের জেরেই লাল সিং চাড্ডাকে 'বয়কট' করা হোক বলে রব তোলেন নেটিজেনদের একাংশ। যার জেরে সারা দেশে মুখ থুবড়ে পড়ে আমির খানের এই ছবি।