বই হাতে করিনা, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ১৫ জুলাই: ফের বিতর্কে করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। নিজের বইয়ের নাম কেন 'প্রেগনেন্সি বাইবেল' রাখলেন বেবো, তা নিয়ে অভিযোগ দায়ের করে মহারাষ্ট্রের একটি খ্রিস্টান সংগঠন। তাদের দাবি, নিজের বইয়ের নাম 'প্রেগনেন্সি বাইবেল' রেখে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে।

আলফা ওমেগা খ্রিস্টান মহাসংঘের সভাপতি আশিস শিন্ডে এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন শিবাাজি নগর থানায়। 'প্রেগনেন্সি বাইবেল' (Pregnancy Bible) নাম রেখে করিনা খ্রিস্টানদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন বলে জোরদার অভিযোগ করা হয়। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে। যদিও করিনা কাপুর খান এ বিষয়ে এখনও পর্যন্ত পালটা কোনও মন্তব্য করেননি।

আরও পড়ুন: Aamir Khan: শ্যুটিংয়ের পর লাদাখের গ্রাম পরিষ্কার করে দেওয়া হয়, গুরুতর অভিযোগ ওড়ালেন আমির

 

View this post on Instagram

 

শিবাজি নগর থানার ইন্সপেক্টর সাইনাথ থোম্বর বলেন, তাঁরা অভিযোগ পেয়েছেন কিন্তু কোনও মামলা রুজু করা হয়নি। বিডে কোনও অভিযোগ দায়ের না করে, যাতে মুম্বইতে (Mumbai) গিয়ে অভিযোগ দায়ের করা হয়, সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট থানার পুলিশ (Police) আধিকারিক।