Karan Johar's Video of Yash And Roohi (Photo Credit: Instagram)

মুম্বই, ১৪ নভেম্বরঃ বলিউডের খ্যাতনামা পরিচালক তথা প্রযোজক করণ জোহার (Karan Johar) সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। নিত্যদিনই নতুন নতুন ছবি ভিডিয়ো (Karan Johar Video) শেয়ার করে পরিচালক তার ভক্তদের আনন্দ দেন। তবে সম্প্রতি করণের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেখা মিলল তার দুই খুদে সন্তানের। যশ এবং রুহি। বেজায় আনন্দে রবিবারের সকালে গান গাইছে দুই ভাইবোন।

বাবার গানেই খোশমেজাজে গলা মেলাতে দেখা গেল যশ এবং রুহিকে। করণ জোহার পরিচালিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ (Student Of The Year) ছবির ‘ডিস্কো দিওয়ানে’ (Disco Deewane) গান গাইছে দুই খুদে। সঙ্গে নাচের তালও।

দেখুন সেই ভিডিয়োঃ

 

 

View this post on Instagram

 

A post shared by Karan Johar (@karanjohar)

রবিবার এই ভিডিয়োটি শেয়ার করে বলি প্রযোজক লিখেছেন, ‘ডিস্কো দিওয়ানে গানের তৃতীয় ভার্সন’। করণের এই ভিডিয়ো শেয়ার করা মাত্রই নেটবাসি থেকে শুরু করে বলিপাড়ার তারকাদের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রীতি জিন্টা (Preity Zinta), নেহা ধুপিয়া (Neha Dhupia), দিয়া মির্জা (Dia Mirza), মনিশ মলহোত্রা (Manish Malhotra) প্রমুখ তারকারা মিষ্টি মন্তব্য করেছেন ভিডিয়োর কমেন্ট বক্সে। খুদে যশ এবং রুহিকে ভালবাসায় ভরিয়ে তুলেছে নেটবাসিরাও।

২০১৭ সালে সারোগেসি পদ্ধতির মাধ্যমে যশ এবং রুহিকে ঘরে এনেছেন করণ। সিঙ্গেল ফাদার হয়েই দুই ছেলে মেয়েকে মানুষ করছে পরিচালক। কাজের প্রসঙ্গে, দীর্ঘ ৭ বছর পর পরিচালনায় ফিরছেন করণ। ২০২৩ সালে মুক্তি পেতে চলেছে তার পরবর্তী পরিচালিত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানী’ (Rocky Aur Rani Ki Prem Kahani)। ছবিতে দেখা যাবে এক ঝাঁক শিল্পীকে। আলিয়া ভাট (Alia Bhatt), রণবীর সিংহ (Ranveer Singh), ধর্মেন্দ্র (Dharmendra), জয়া বচ্চন (Jaya Bachchan), শাবান আজমি (Shabana Azmi) প্রমুখ।