মুম্বই, ২২ ফেব্রুয়ারি: 'পাপা কী পরীর' ছবি ২০০ কোটি টাকা পুড়িয়ে ছাই তৈরি করবে। নাম না করেই আলিয়া ভাটের (Alia Bhatt) বিরুদ্ধে তীব্র বিষোদগার করলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। আগামী ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সঞ্জয় লীলা বনশালির ছবি 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'। গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি (Gangubai Kathiawadi) মুক্তির আগে জোরদার প্রমোশন করছেন আলিয়া। পর্দার গাঙ্গু যখন ছবির প্রমোশনে ব্যস্ত, সেই সময় তাঁর বিরুদ্ধে আক্রমণ করেন কঙ্গনা।
বলিউড 'কুইন' বলেন, পরিচালক সঞ্জয় লীলা বনশালির সিনেমা বক্স অফিসে ন্যূনতম ব্যবসাও করতে পারবে না। এই ছবির কাস্টিংয়ের জন্যই বনশালির সিনেমা ব্যর্থ হবে বলে দাবি করেন কঙ্গনা।
আরও পড়ুন: Rakhi Sawant: 'পুষ্পার' 'বলম সামে'-তে নাচলেন রাখি সাওয়ান্ত, ভাইরাল ভিডিয়ো
পাশাপাশি আলিয়াকে 'পাপা কী পরীর' পাশাপাশি 'রমকম বিম্বো' বলেও কটাক্ষ করেন কঙ্গনা রানাউত। আলিয়ার পাশাপাশি মহেশ ভাটকেও আক্রমণ করেন কঙ্গনা। মহেশ ভাটকে বলিউডের (Bollywood) 'মুভি মাফিয়া' 'মুভি মাফিয়া ড্যাডি' বলেও আক্রমণ করেন কঙ্গনা। যা নিয়ে ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে।