Kangana Ranaut Slap Incident: কঙ্গনাকে চড় মেরে বোন 'ঠিক' করেছেন, বললেন সিআইএসএফ জওয়ান কুলভিন্দরের দাদা, দেখুন ভিডিয়ো
Kulwinder Kaur (Photo Credit: Twitter)

দিল্লি, ৭ জুন: কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) চড়কাণ্ডে অভিনেত্রীর পাশে দাঁড়ালেন সিআইএসএফের (CISF) মহিলা কনস্টেবল কুলভিন্দর কউরের (Kulvinder Kaur) দাদা। কুলভিন্দরের দাদা শের সিং মাহিওয়াল বলেন, তিনি বিষয়টি সংবাদমাধ্যমের কাছে শুনেছেন। বিমানবন্দরে সিকিউরিটি চেকিংয়ের সময় তাঁর বোন কঙ্গনা রানাউতকে চড় মেরেছেন। তবে যা হয়েছে,তাতে তিনি বোনের পাশেই রয়েছেন বলে মত প্রকাশ করেন ওই কৃষক নেতা।

আরও পড়ুন: Kangana Ranaut Slap Incident: চড়কাণ্ডে কঙ্গনার পাশে ঊরফি জাভেদ, বললেন, 'হিংসা সমাধান নয়'

শুনুন কী বললেন সিআইএসএফের মহিলা জওয়ান কুলভিন্দরের দাদা...

 

বৃহস্পতিবার চণ্ডিগড় বিমানবন্দরে সিআইএসএফের এক কর্তব্যরত মহিলা জওয়ান  কঙ্গনা রানাউতকে চড় মারেন। কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনা সঠিকত মন্তব্য করেননি। এমনকী, কঙ্গনা যখন ওই মন্তব্য করেন, তখন তাঁর মাও প্রতিবাদে সামিল ছিলেন। কৃষক আন্দলোন নিয়ে কঙ্গনার বিতর্কিত মন্তব্যের জেরেই তিনি বিজেপির নবনির্বাচিত সাংসদকে চড় মেরেছেন বলে দাবি করেন কুলফভিন্দর কউর নামে ওই মহিলা জওয়ান।

কঙ্গনাকে চড় মারার অভিযোগে কুলভিন্দর কউরকে প্রথমে চাকির থেকে বরখাস্ত করা হয়। পরে তাঁকে গ্রেফতার করা হয় বলেও খবর।