তিনি শাহরুখ খান, নাম তো শুনেছেনই সকলে। 'জওয়ান' এর (Jawan) নতুন ভিডিয়োতে আবারও দর্শকদের নিজের মুখে সেই কথা মনে করিয়ে দিলেন অভিনেতা (Shah Rukh Khan)। সোমবার প্রকাশ্যে এল কিং খানের 'জওয়ান' এর প্রি ট্রেলার ভিডিয়ো (Jawan Prevue Trailer OUT)। এই ভিডিয়ো দেখে চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য দর্শকদের। মাত্র ২ মিনিট ১২ সেকেন্ডের প্রি ট্রেলারের মধ্যে পরিচালক এতো কিছু দেখিয়ে ফেলেছিল স্বাভাবিক ভাবেই ছবি ঘিরে প্রত্যাশার মাত্রা এক্কেবারে তুঙ্গে পৌঁছে গিয়েছে। ভাল মন্দ, পাপ পুণ্যের দ্বন্দ্বের মাঝে আটকে পড়েছেন 'জওয়ান'। তিনি জানেন না, তিনি ভাল নাকি মন্দ। তিনি পাপ করছেন নাকি পুণ্য করছেন। সেই প্রশ্নের উত্তর আসলেই অজানা তার কাছে। উত্তর খুঁজতেই জওয়ান (Jawan) হয়ে আসছেন শাহরুখ।
কখনও মুখোশধারী, কখনও মুখ মোড়ানো ব্যান্ডেজ দিয়ে তো আবার কখন ন্যাড়া মাথা। মুহূর্তে মুহূর্তে বদলে যাওয়া রূপের পিছনের আসল চেহারাটা কী? হিরো নাকি ভিলেন? কোন ভূমিকা নেবে এই জওয়ান। অ্যাটলির (Atlee) পরিচালনায় দুর্বোধ্য অ্যাকশন, থ্রিল আর টানটান উত্তেজনার মোড়কে মোড়া ছবির প্রি ট্রেলারে (Jawan Prevue Trailer) শাহরুখ ছাড়াও দেখা মিলল নয়নতারা (Nayanthara), বিজয় সেতুপতি (Vijay Sethupathi) এবং দীপিকা পাড়ুকনের (Deepika Padukone)। ছবিতে শাহরুখ খানকে (Shah Rukh Khan) অ্যাকশনে টক্কর দেবেন নয়নতারা এবং বিজয় সেতুপতি। কখনও হেলিকপ্টারের মধ্যে মারপিট তো আবার কখনও মেট্রোর মধ্যে। স্পেশল অ্যাপিয়ারেন্সে থাকছেন দীপিকা।
প্রি ট্রেলারের একেবারে শেষ দৃশ্যে কিং খানকে বলতে শোনা যাচ্ছে,'যখন আমি ভিলেন হই তখন আমার সামনে কোন হিরোই টিকতে পারবে না'। আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে 'জওয়ান'।
দেখুন জওয়ান-এর প্রি ট্রেলার...