মুম্বই, ২৮ অক্টোবর: শ্রীদেবীর দুই কন্যা জাহ্নবী এবং খুশি একই বন্ধুর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। অক্ষত রঞ্জনের সঙ্গে জাহ্নবী এবং খুশির সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরে জল্পনা ছড়ায়। যা নিয়ে এবার মুখ খুললেন জাহ্নবী কাপুর। জাহ্নবী বলেন, অক্ষত রঞ্জন তাঁদের ছোটবেলার বন্ধু। ফলে অক্ষতের সঙ্গে তিনি এক সময় ডেট করেছেন। জাহ্নবী অক্ষতের সঙ্গে ডেট করেছেন ঠিকই কিন্তু খুশি কখনও সম্পর্কে জড়াননি তাঁর বন্ধুর সঙ্গে। এমনই জানান জাহ্নবী কাপুর। শুধু তাই নয়, তিনি এবং খুশি একই বন্ধুর সঙ্গে ডেট করছেন, এই গুজব শুনে তাঁদের সবচেয়ে খারাপ লেগেছে বলে জানান শ্রীদেবী-কন্যা।
View this post on Instagram
এদিকে অক্ষত রঞ্জনের সঙ্গে যখন জাহ্নবী কাপুরের সম্পর্কের গুঞ্জন ছড়ায়, তখন অভিনেত্রীর প্রাক্তন বন্ধু শিখর পাহাড়িয়ার সঙ্গে তাঁকে ফের দেখা যায়। জাহ্নবী কি শিখর পাহাড়িয়ার সঙ্গে আবার নতুন করে ডেট করছেন বলে ফের প্রশ্ন উঠতে শুরু করে।