Isha Koppikar (Photo Credit: Instagram)

মুম্বই, ২৮ ডিসেম্বর: ফের ঘর ভাঙছে বলিউড (Bollywood) অভিনেত্রীর। এবার ১৪ বছর পর বিয়ে ভাঙছেন অভিনেত্রী ঈশা কোপিকর ( Isha Koppikar )এবং টিমি নারাং। ৯ বছরের মেয়ে রিয়ানাকে নিয়ে ঈশা ইতিমধ্যেই টিমি নারাংয়ের বাড়ি ছেড়েছেন বলে খবর। টাইমস অফ ই্ডিয়ার খবর অনুযায়ী, নভেম্বর মাসেই বিচ্ছেদ চূড়ান্ত হয়ে যায় ঈশা কোপিকর এবং টিমি নারাংয়ের (Timmy Narang)। অনেক চেষ্টা করেও ঈশা এবং টিমি ১৪ বছর পর আর নিজেদের সম্পর্কে মানিয়ে নিতে পারেননি। সমস্ত চেষ্টা বিফলে যাওয়াতেই শেষ পর্যন্ত ২ জনে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বলে খবর।

জানা যাচ্ছে, টিমি নারাংয়ের বাড়ি ছেড়ে ঈশা ইতিমধ্যেই নিজের মেয়েকে নিয়ে পৃথক থাকতে শুরু করেছেন। বিষয়টি নিয়ে সাংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হলে, কোনও উত্তর দিতে চাননি অভিনেত্রী। তিনি নীরবে, ব্যক্তিগত পরিসরে থাকতে চান বলেও জানান ঈশা কোপিকর।