Ranveer Singh, Deepika Padukone (Photo Credit: Instagram)

মুম্বই, ২০ মার্চ: মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)।  সম্প্রতি রণবীর সিং (Ranveer Singh) এবং দীপিকা পাড়ুকোন একসঙ্গে সেই খবর প্রকাশ করেন।  দীপিকার জীবনের এই বিশেষ সময়ে যাতে সব সময় স্ত্রীর পাশে থাকা যায়, তার জন্য বিশেষ পরিকল্পনা করেেন রণবীর সিং।  সূত্রের খবর, রণবীর  নাকি পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন। স্ত্রীর সঙ্গে থাকতে লম্বা ছুটির পরিকল্পনা ইতিমধ্যেই করে ফেলেছেন বলিউড তারকা।  সেই কারণে বইজু বাওরা, শক্তিমান, ডন থ্রি-র মত একাধিক প্রজেক্টে কয়েকদিন পর থেকেই রণবীর হাত দেবেন বলে খবর। পরিবারকে সময় দিতে ব্যস্ত রণবীর।  ফলে তিনি কোনওভাবেই  বর্তমানে বড় প্রজেক্টে হাত দেবেন না বলে জানা যাচ্ছে।  তারকা দম্পতির ঘনিষ্ঠ সূত্র থেকে মিলছে এমন খবর।

আরও পড়ুন: Ranveer Singh - Deepika Padukone: বিতর্ককে বুড়ো আঙুল, দীপিকাকে আগলে নিয়ে বেরোলেন রণবীর সিং, দেখুন ভিডিয়ো

অন্যদিকে যাতে শিগগিরই সব কাজ সেরে লম্বা মাতৃত্বকালীন ছুটিতে যাওয়া যায়, সেই পরিকল্পনা দীপিকা পাড়ুকোনও করছেন বলে খবর। যদিও রণবীর, দীপিকার কেউই এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি।