Akshay Kumar On Housefull 5 Promotion. (Photo Credit: Instagram)

পুণে, ২ জুন: হাউসফুল ৫ এর প্রমোশনে (Housefull 5 Promotion) অনুরাগী এবং দর্শকদের সামনে হাত জোড় করতে দেখা গেল অক্ষয় কুমারকে (Akshay Kumar)। সামনে মহিলা এবং বাচ্চারা রয়েছেন। দয়া করে যাতে কেউ ধাক্কাধাক্কি না করেন, সে বিষয়ে হাত জোড় করে সনির্বন্ধ অনুরোধ করতে দেখা যায় অক্ষয়কে। পুণেতে যখন অক্ষয় কুমাররা হাজির হন, তখন ভিড় উপচে পড়তে শুরু করে। অক্ষয় কুমার (Akshay Kumar Video), জ্যাকলিন ফার্নান্ডেজ, নার্গিস ফকরিরা পুণের (Pune) একটি শপিং মলে হাজির হয়েছিলেন হাউসফুল ৫-এর প্রমোশন করতে। সেখানে অভিনেতাদের দেখে তুমুল ভিড় উপচে পড়তে শুরু করে। মানুষের গায়ে মানুষ পড়ে।  এমতাবস্থায় অক্ষয় অনুরাগীদের সামনে হাত জোড় করেন। তাঁদের দেখার জন্য কেউ যাতে ধাক্কাধাক্কি না করেন, সে বিষয়ে অনুরোধ জানান আক্কি।

দেখুন কীভাবে অনুরোধ জানালেন অক্ষয় কুমার...

 

 

View this post on Instagram

 

অক্ষয় কুমারদের দেখতে রবিবার যাঁরা পুণের ওই শপিং মলে হাজির হয়েছিলেন, তাঁদের মধ্যে কেউ কেউ হাউ কাউ করে কেঁদে ফেলেন। প্রিয় অভিনেতাদের দেখে নিজেদের সামলাতে পারেননি অনেকে। ফলে কেঁদে ফেলেন।

এমনই একটি মহিলার কাছে ছুটে যান জ্যাকলিন ফার্নান্ডেজ় (Jacqueline Fernandez)। শ্রীলঙ্কান সুন্দরীকে দেখে ওই মহিলাকে কাঁদতে শুরু করলে, মঞ্চের উপর দিয়ে হেঁটে তাঁর কাছে যান জ্যাকলিন। এরপর মাথায় হাত দিয়ে ওই মহিলাকে শান্ত করতে দেখা যায় বলিউড তারকাকে।

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো যেখানে অনুরাগীকে শান্ত করলেন জ্যাকলিন...

 

 

View this post on Instagram

 

হাউসফুলের একের পর এক সিজ়ন যখন আসে, দর্শকের তুমুল ভালবাসা কুড়িয়ে নেয়। এবারও তাই এক ঝাঁক তারকা নিয়ে আসছে হাউসফুল ৫। যা দেখার অপেক্ষায় দেশের বহু মানুষ।

প্রসঙ্গত পুষ্পা টু এর প্রমোশনে হায়দরাবাদের একটি সিনেমা হলে ভিড়ের চাপে এক  মহিলার মৃত্যু হয়। তাঁর বাচ্চাটিও অসুস্থ হয়ে পড়ে। যে জল অনেক দূর গড়ায়। হায়দরাবাদের ওই ঘটনায় অভিনেতা অল্লু অর্জুনকে পুলিশ তলব করে। তাঁকে গ্রেফতারও করা হয়। যদিও কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পান অভিনেতা। তবুও বিষয়টি নিয়ে শুরু হয়ে যায় জোর চর্চা।