ফাইল ছবি

মম্বই, ২৪ অগাস্ট: করিনাকে (Kareena Kapoor Khan) পুত্রবধূ হিসেবে পেয়ে তিনি খুশি৷ করিনা কখনও অন্য কারও সঙ্গে নিজের তুলনা টানেন না৷ করিনার উপস্থিতি তাঁকেও শান্ত করে দেয়৷ পুত্রবধূর প্রশংসায় এভাবেই পঞ্চমুখ হলেন শর্মিলা ঠাকুর৷

তিনি বলেন, তিনি মাঝে মধ্যে রেগে যান নিজের কেশসজ্জার শিল্পীর (হেয়ার ড্রেসার) উপর৷ তিনি চিৎকারও করে ফেলেন৷ অথচ করিনাকে কখনও দেখেননি বাড়ির কোনও পরিচারক কিংবা সাহায্যকারীর উপর চিৎকার করতে৷ সব সময়ই করিনা শান্ত থাকেন৷ পুত্রবধূর এই স্বভাব তাঁকে মুগ্ধ করে বলে জানান শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)৷

আরও পড়ুন: Afghanistan: আফগানিস্তান থেকে ভারতীয়দের উদ্ধার করছে 'দেবী শক্তি', জানাল বিদেশমন্ত্রক

২০১২ সালে শর্মিলা পুত্র সইফ আলি খানের (Saif Ali Khan) সঙ্গে গাঁটছড়া বাঁধেন করিনা কাপুর খান৷ সেই থেকে দুজনে চুটিয়ে সংসার করছেন৷ বর্তমানে তৈমুর (Taimur Ali Khan) এবং পরে জেহ আলি খানের (Jeh Ali Khan)মা-ও হয়েছেন করিনা৷ স্ত্রী ও মা হওয়ার পরও এক নাগাড়ে বলিউডে কাজ করে যাচ্ছেন বেবো৷ বিয়ের পর মা হয়েও যে এক নাগাড়ে কাজ করা যায় বলিউডে, সেই নতুন ধারার পথ প্রদর্শক করিনাই৷

তবে শুধু শর্মিলা নন, এর আগে করিনাও তাঁর শাশুড়ি সম্পর্কে একাধিক বিষয়ে মুখ খোলেন৷ এমনকী, তাঁর জীবনে মা ববিতা কাপুর এবং দিদি করিশ্মা কাপুরের (Karisma Kapoor) মতো শাশুড়ি শর্মিলা ঠাকুরও গুরুত্বপূর্ণ মানুষ৷ করিনার কথার সেই আভাস মিলল শর্মিলার কথায়৷

করিনা মাঝে মধ্যে নিজেকে শর্মিলার মেয়ের মতো বলে বর্ণনা করেন৷ যা শুনে শর্মিলাও পালটা জবাব দেন, অবশ্যই করিনা তাঁর মেয়ের মতোই৷