মুম্বই, ১ অক্টোবর: গুলি লেগেছে গোবিন্দার (Govinda)। এই খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রায় গোটা দেশ জুড়ে। গোবিন্দার পায়ে গুলি লাগার পরপরই তাঁকে মুম্বইয়ের (Mumbai) সিটিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। যা নিয়ে শুরু হয় জোর চর্চা। হাসপাতালে ভর্তির পর গোবিন্দা কেমন আছেন, তা নিয়ে চর্চা শুরু হতেই এবার প্রথম বার্তা দিলেন অভিনেতা (Actor)।
আরও পড়ুন: Govinda Hospitalised: বন্দুকের গুলি ছুটে এলে লাগল পায়ে, আহত গোবিন্দা; আইসিইউতে অভিনেতা
দেখুন হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখান থেকে কী জানালেন গোবিন্দা...
View this post on Instagram
তাঁর পায়ে যে গুলি লেগেছিল, তা বের করে দেওয়া হয়েছে। অগণিত অনুরাগীর জন্য এমন তথ্য শেয়ার করেন বলিউডের এই প্রথম সারির অভিনেতা। অর্থাৎ পা থেকে গুলি বের করে দেওয়ার পর অভিনতার অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা যায়।
এরপরই অনুরাগীদের প্রতি বার্তা শেয়ার করেন গোবিন্দা। চিকিৎসকদের ধন্যবাদ জানান অভিনেতা। পাশাপাশি প্রত্যেকে যেভাবে তাঁর জন্য প্রার্থনা করেছেন, তার জন্যও সবাইকে ধন্যবাদ জানান গোবিন্দা।
গোবিন্দার ম্যানেজার শশী সিনহা জানান, কলকাতায় যাওয়ার জন্য তৈরি হতে গিয়ে হঠাৎ করে নিজের হাত থেকে রিভলভার পড়ে যায় গোবিন্দার। ওই রিভলভার থেকে গুলি ছোটে। যার জেরে অভিনেতা আহত হন বলে জানান ম্যানেজার শশী। গুলি ছুটে গোবিন্দার পায়ে লাগে। হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা গুলি বের করেন অভিনেতার পা থেকে।