Suhana Khan: 'সুহানাই আমাদের প্রিয় রং', গৌরীর ছবিতে মেয়েকে দেখে আবেগপ্লুত শাহরুখ
ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ২৪ জুলাই: ছোট্ট সুহানা (Suhana Khan) বড় হয়ে গিয়েছে। তাই এবার মেয়ের নতুন ছবি শেয়ার করলেন গৌরী খান। নিজের সোশ্যাল হ্যান্ডেলে গৌরী (Gauri Khan)মেয়ের ছবি শেয়ার করেন। পাশাপাশি এও জানান, নীল তাঁর প্রিয় রং। সুহানা যেখানে বসে ছবির জন্য পোজ দেন, তার পিছনে রয়েছে গাঢ় নীল রং। সেই অনুযায়ী ক্যাপশন দিয়ে ছবি শেয়ার করেন গৌরী।

তবে গৌরী খান যে ছবিই শেয়ার করুন, আর যে ক্যাপশনই যোগ করুন না কেন, তাতে গ্ল্যামার যোগ করেন শাহরুখ (Shah Rukh Khan)। তিনি বলেন,  'এই ছবিতে যে রংই ব্যবহার করো না কেন,  সুহানা আমাদের প্রিয় রং।' অর্থাৎ মেয়ে যতই বড় হয়ে যাক না কেন, শহরুখের কাছে সে যো ছোট্ট সুহানা হয়েই রয়েছে, তা স্পষ্ট করে দেন কিং খান।

 

 

View this post on Instagram

 

বর্তমানে মার্কিন মুলুকে রয়েছেন সুহানা খান। সেখানে থেকেই নিউ ইয়র্ক বিশ্ব বিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি। সুহানার সঙ্গে দেখা করতে, মহামারীর দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই গৌরী খানকে ভারত থেকে উড়ে যেতে দেখা যায়। যা নিয়ে একের পর এক সমালোচনার মুখেও পরড়তে হয় গৌরী খান এবং শাহরুখ খানকে।