মুম্বই, ২০ ফেব্রুয়ারিঃ বলিউড কিং খানের (Shah Rukh Khan) পোষ্যদের প্রতি কতটা ভালোবাসা রয়েছে? আদেও কী তাঁর কাছে কোন পোষ্য রয়েছে? থাকলে কেন তাঁদের ছবি শেয়ার করেন না শাহরুখ? একটি প্রশ্নের উত্তরও কি জানা আছে আপনার?
আরও পড়ুনঃ শাহরুখ খানের জনপ্রিয়তাকে টপকে গেলেন এই বিগ বস বিজেতা
অভিনেতার অসংখ্য ভক্তদের মনে নিশ্চয়ই উপরের এই প্রশ্ন গুলো ঘোরাফেরা করে। তাই এক ভক্ত প্রশ্নের ঝুলি তুলেই ধরলেন শাহরুখের (Shah Rukh Khan) কাছে। টুইটারে #AskSRK সেশনে অভিনেতাকে জিজ্ঞাসা করলেন তাঁর পোষ্য পছন্দ কিনা। কিংবা তাঁর কখনও কোন পোষ্য ছিল কিনা। উত্তরও মিলল অভিনেতার থেকে।
'মন্নত'এ শাহরুখ একাধিক পোষ্যঃ
I have lots of pets I just don’t put their pics on social media…don’t want them to become more famous than me…. https://t.co/JhdwLJKEXk
— Shah Rukh Khan (@iamsrk) February 20, 2023
শাহরুখের সুবিশাল অট্টালিকা ‘মন্নত’এ (Mannat) রয়েছে একের অধিক পোষ্য। নিজেই সে কথা জানালেন কিং খান (Shah Rukh Khan)। ভক্তের টুইটের জবাব নিয়ে বাদশা লিখলেন, ‘আমার বহু পোষ্য রয়েছে। আমি কখনও তাঁদের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করিনি’। এরপর হালকা মজের ছলে বললেন, ‘পাছে তাঁরা আমার চেয়ে বেশি জনপ্রিয় হয়ে যায়’।