Salman Khan, Katrina Kaif (Photo Credits: Instagram)

দিওয়ালির (Diwali 2023) আগেই অনুরাগীদের দিওয়ালির শুভেচ্ছাবার্তা জানালেন বলি অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। স্বামী ভিকি কৌশল (Vicky Kaushal) নয় বরং প্রাক্তন প্রেমিক সলমন খানের (Salman Khan) সঙ্গে ছবি শেয়ার করে দিওয়ালির শুভেচ্ছা জানাতে দেখা গেল নায়িকাকে। সোনালী রঙের নেটের শাড়িতে অনবদ্য ক্যাট। পাশে লাল পাঞ্জাবিতে ভাইজানও দুর্দান্ত। তবে পুরনো সম্পর্কের খাতিরে নয়, এই শুভেচ্ছাবার্তা এবং পোস্টটি নেহাতই যুগলের আসন্ন ছবি 'টাইগার থ্রি'র (Tiger 3) প্রচারের স্বার্থে। দিওয়ালির দিন অর্থাৎ ১২ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে টাইগার থ্রি, শুভেচ্ছাবার্তার মধ্যে দিয়ে আরও একবার সেই কথা মনে করিয়েছেন ক্যাটরিনা।

আরও পড়ুনঃ পাহাড়ের ডাকে প্রকৃতির কোলে শেহনাজ, দেখুন ভিডিয়ো

দেখুন ক্যাটরিনার পোস্ট... 

 

View this post on Instagram

 

A post shared by Katrina Kaif (@katrinakaif)

মণীশ শর্মা পরিচালিত ছবিতে সলমন এবং ক্যাটরিনা ছাড়াও রয়েছেন ইমরান হাশমি (Emraan Hashmi)। হিন্দি, তামিল, তেলেগু তিন ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে টাইগার ৩। করোনা অতিমারি সময়ের আগে থেকেই প্রেক্ষাগৃহে ভাইজানের কোন ছবিই সেভাবে ব্যবসা করতে পারেনি। একের পর এক তাঁর প্রত্যেকটি ছবিই ফ্লপ হয়েছে। তবে সলমন এবং ক্যাটরিনার 'টাইগার' ফ্রাঞ্চাইজি নিয়ে অনুরাগী মহলে বেশ উন্মাদনা আগেও ছিল আর এখনও রয়েছে। তাই টাইগার থ্রি (Tige 3) নিয়ে আশায় বুক বাঁধছে অভিনেতা থেকে নির্মাতা সকলেই। রমরমিয়ে চলছে ছবির অগ্রিম টিকিট বুকিংও।