মুম্বই, ৭ ডিসেম্বর: বন্ধু রকি জয়সওয়ালের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল হিনা খানের (Hina Khan)? টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রীর (Actress) পোস্ট ঘিরে জোরদার জল্পনা শুরু হয়েছে। হিনা খান নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন। যেখানে বিচ্ছেদ নিয়ে পোস্ট করতে দেখা যায় তাঁকে। অভিনেত্রীর ওই পোস্ট দেখে অনেকেই মন্তব্য করেন। হিনা কেন এমন পোস্ট করছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। বন্ধু রকি জয়সওয়ালের সঙ্গে বিচ্ছেদ হচ্ছে কি না, তা নিয়ে অভিনেত্রী সরাসরি কোনও মন্তব্য না করলেও, তাঁর পোস্ট ঘিরে শুরু হয়েছে শোরগোল। দেখুন...
আরও পড়ুন: Rupert Murdoch: টিকল না চতুর্থ বিয়েও, অভিনেত্রীর সঙ্গে সংঘাত, বিচ্ছেদ মিডিয়া ব্যারন রুপার্ট মার্ডকের
What happened Mam, please btaao
We are too much worried @eyehinakhan #HinaKhan pic.twitter.com/QHjSPOI1v5
— DEO Hinaholics (@AngelHinakhan57) December 6, 2022
কেউ কেউ আবার হিনা খানকে কটাক্ষ করেন। সিদ্ধার্থ শুক্ল এবং শেহনাজ গিলকে নিয়ে হিনা আলটপকা মন্তব্য করেছিলেন। তাই রকি জসওয়ালের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে বলে অনেকেই কটাক্ষ করেন হিনা খানকে।
Rocky ne dhoka diya kya @eyehinakhan , siddarth aur shehnaaz ke liye bura bola tha na . Ab jhelo #HinaKhan
— Luckysarda (@luckysarda_22) December 6, 2022
সবকিছু মিলিয়ে হিনা খান এবং রকি জয়সওয়ালের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে উত্তপ্ত টেলি টাউন।
View this post on Instagram