Deepika Padukone: 'কানে অপমান করিয়ে নিলেন তো?' দীপিকাকে ট্রোল নেটিজেনদের
Deepika Padukone (Photo Credit: Instagram)

মুম্বই, ২৫ মে:  কানে (Cannes) হাজির ভারতের তাবড় নায়িকারা। ঐশ্বর্য রাই বচ্চন থেকে দীপিকা পাড়ুকোন, কান উৎসবের শোভা বাড়াচ্ছেন ভারতের একের পর এক অভিনেত্রী। এবার কানে বিচারকমণ্ডলীর সদস্য হয়ে হাজির দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। ফলে কান শুরুর প্রথম থেকেই দীপিকাকে নিয়ে তাঁর অসংখ্য অনুরাগীর মনে আশা আকাঙ্খা বাড়তে শুরু করে। দীপিকাও লুই ভিঁতোর পোশাক পরে আবার কখনও সব্যসাচী মুখোপাধ্যায়ের শাড়িতে ঝলসে ওঠেন। এবার দীপিকাকে দেখা লাল রঙের গাউনে। যে পোশাকে দীপিকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান অনেকে। পাশাপাশি দীপিকার এই পোশাক নিয়ে কটাক্ষ শুরু করেন নেটিজেনদের একাংশ। কানের রেড কার্পেটে দীপিকাকে কয়েকবার হাত দিয়ে পোশাক ঠিক করতে দেখা যায়। যা দেখে কটাক্ষ করতে শুরু করেন অনেক।

এমনকী, কেউ কেউ বলতে শুরু করেন, কানের মত জায়গায় ভারতীয় অভিনেত্রীরা এখনও সঠিকভাবে নিজেদের সামলাতে পারেন না। ঠিক করে প্রাকশ করতে পারেন না। কেউ আবার বলতে শুরু করেন, নিজের অপমান করিয়ে নিলেন তো!

আরও পড়ুন:  Suhana Khan: বাইশে সুহানা, দেখুন শাহরুখ-কন্যার জন্মদিনের চোখ ঝলসানো অনুষ্ঠানের ছবি

 

View this post on Instagram

 

আরও পড়ুন:  Nysa Devgn: কণিকা কাপুরের রিসেপশনে হাজির নাইশা, কাজল-কন্যার ছবিতে ঝড়

সবকিছু মিলিয়ে দীপিকা পাড়ুকোনের কানের ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে নেটিজেনদের একাংশের মধ্যে জোর জল্পনা শুরু হয়ে যায়। যদিও দীপিকা পাড়ুকোন এখনও পর্যন্ত এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি।

 

 

View this post on Instagram