Anushka Sharma (Photo Credit: Instagram)

মুম্বই, ১ ডিসেম্বরঃ বহুদিন পর্দা থেকে নিজেকে দূরে রেখেছিলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ২০১৮ সালে শেষবার পর্দায় অভিনয় করেছিলেন বিরাট (Virat Kohli) পত্নী। তবে খুব শীঘ্রই রূপোলী পর্দায় দেখা মিলতে চলেছে তাঁর। নায়িকা এখন জোরকদমে শুটিং করছেন তাঁর আসন্ন ছবি ‘চাকদা এক্সপ্রেস’এর (Chakda Xpress)। বুধবার গভীর রাত অবধি চলল ছবির শুটিং। তারই এক ঝলক অনুষ্কা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ার করেন। দিন কয়েক আগেই কলকাতা থেকে শুটিং সেরে গিয়েছে টিম চাকদা এক্সপ্রেস।

জাতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন তারকা ক্রিকেটর ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) জীবন যুদ্ধই পর্দায় রূপ পেতে চলেছে অনুষ্কা শর্মার হাত ধরে। এই স্পোর্টস বায়োপিকটি পরিচালনা করছেন প্রসিত রায়। ছবির শুটিং এখনও সম্পন্ন হয়নি। তবে ছবি মুক্তির জন্যে প্রেক্ষাগৃহ নয় বরং ওটিটি মঞ্চকেই বেছে নিয়েছেন নির্মাতারা। জনপ্রিয় ওটিটি মঞ্চ নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি।  ফিফা ফ্যান ফেস্টে নাচ, যেন আগুন ঝরালেন নোরা, দেখুন

রোম্যান্টিক ড্রামা থেকে শুরু করে থ্রিলার ছবি সবেতেই অনুষ্কা (Anushka Sharma)  নিজেকে প্রমান করেছেন। তবে এই প্রথমবার বায়োপিকে দেখা যাবে তাঁকে। তাও আবার স্পোর্টস বায়োপিক। প্রাক্তন ক্রিকেটর ঝুলন গোস্বামীর চড়াই উতরাই ভরা জীবন কাহিনী পর্দায় ফুটিয়ে তুলতে পেরে ভীষণই খুশি বিরাট পত্নী। চলতি বছর নিজের ৪০’তম জন্মদিনে ঝুলন (Jhulan Goswami) একটি মিষ্টি শুভেচ্ছাবার্তা গ্রহণ করেছেন অনুষ্কার থেকে।

২০১৮ সালে ‘জিরো’ (Zero) ছবিতে শেষবার দেখা গিয়েছিল নায়িকাকে। শাহরুখ (Shah Rukh Khan), ক্যাটরিনা (Katrina Kaif), অনুষ্কা অভিনীত ছবি পর্দায় একেবারেই ব্যর্থ ছিল। ২০২১ সালে নায়িকা জন্ম দিয়েছেন ভামিকার (Vamika)। তবে এবার ধীরে ধীরে কাজে ফিরছেন অনুষ্কা শর্মা।