মুম্বই, ২৮ অক্টোবর: বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়ার (Sherlyn Chopra) বিরুদ্ধে অভিযোগ দায়োর করলেন ফাইজান আনসারি। মুম্বইয়ের ভরসোভা থানায় ফাইজান আনসারি অভিযোগ দায়ের করেন শার্লিন চোপড়ার বিরুদ্ধে। ফাইজানের অভিযোগ, অভিনয়ে সুযোগ পেতে শার্লিন চোপড়া বলিউডের একাধিক প্রযোজককে 'ব্ল্যাকমেইল' করেন। বলি প্রযোজকদের ব্ল্যাকমেইল করেই শার্লিন নিজের কাজ হস্তগত করতে চান বলে অভিযোগ করেন ফাইজান। শার্লিন চোপড়ার বিরুদ্ধে ভরসোভা থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি মুম্বইয়ের পুলিশ কমিশনারের কাছেও দায়ের করা হয়েছে অভিযোগ। এমনই জানান ফাইজান আনসারি।
মি টু-তে অভিযুক্ত সাজিদ খানের বিরুদ্ধে সম্প্রতি অভিযোগ দায়ের করেন শার্লিন চোপড়া। মি টু-তে অভিযুক্ত সাজিদ খানকে বিগ বসের ঘর থেকে সরানো হোক বলে দাবি করেন শার্লিন। যৌন হেনস্থায় অভিযুক্ত সাজিদ খানকে কেন বসের ঘরে রাখা হচ্ছে বলে প্রশ্ন তোলেন সাজিদ খান। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়।
শার্লিন চোপড়া সাজিদ খানের (Sajid Khan) বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে, সে বিষয়ে পালটা মুখ খোলেন ফাইজান আনসারি। ফাইজান বলেন, শার্লিন যে অভিযোগ করছেন তাতে কোনওভাবে দোষী সাব্যস্ত হন না সাজিদ খান। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত সাজিদ খানকে কোনওভাবো দোষী বলে প্রমাণ করা যায় না বলে মন্তব্য করেন ফাইজান আনসারি। এরপরই শার্লিন চোপড়াকে যাতে বলিউডের তরফে বয়কট করা হয়, সে বিষয়ে দাবি করেন ফাইজান আনসারি।