Raj Kundra: রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি মামলায় আপাতত স্বস্তি পুনম পান্ডে, শার্লিন চোপড়ার
ছবি ট্যুইটার

মুম্বই, ২৭ জুলাই: পুনম পান্ডে এবং শার্লিন চোপড়ার (Sherlyn Chopra) অন্তর্বতী জামিন মঞ্জুর করল বম্বে হাইকোর্ট (Bombay HC) ৷ রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি মামলায় আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত বলিউডের এই দুই অভিনেত্রীকে (Actor) গ্রেফতার করা যাবে না বলে জানানো হয়েছে বম্বে হাইকোর্টের তরফে৷ প্রসঙ্গত পর্ন ফিল্মা মামলায় মুম্বই পুলিশের (Mumbai Police)  অপরাধ দমন শাখার তরফে পুনম পান্ডে এবং শার্লিন চোপড়াকে সমন পাঠানো হয়৷ এরপরই ওই দুই অভিনেত্রী বম্বে আদালতের কাছে অন্তর্বতী জামিনের আবেদন করলে, তা মঞ্জুর করা হয়৷

পুনম পান্ডে ( Poonam Pandey) এবং শার্লিন চোপড়া অভিযোগ করেন, নীল ছবিতে অভিনয়ের জন্য রাজ কুন্দ্রার তরফে তাঁদের প্রস্তাব দেওয়া হয়৷ এমনকী, নীল ছবিতে অভিনয়ের জন্য রাজ কুন্দ্রার (Raj Kundra) তঁদের জোর করেন বলেও দাবি করেন পুনম পান্ডে, শার্লিন চোপড়া৷

আরও পড়ুন: Assam-Mizoram Border Violence: 'ব্যর্থ' শাহ, 'গণতন্ত্রের মৃত্যু', অসম-মিজোরাম সংঘাত নিয়ে আক্রমণ রাহুল, অভিষেকের

এদিকে গত সপ্তাহে রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে মুম্বই পুলিশের এপরাধ দমন শাখা৷ পর্ন ফিল্মে বিনিয়োগ এবং এর সঙ্গে আর কারা যুক্ত রয়েছেন, এই র্যাকেটের শিকড় কোথায়, তা খুঁজতে রাজ কুন্দ্রাকে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয় মুম্বইয়ের এসপ্ল্যানেড আদালতের তরফে৷

যদিও শিল্পা শেট্টি দাবি করেন, তাঁর স্বামী নির্দোষ৷ ভিয়ান ইন্ডাস্ট্রিজের তরফে 'হটশটস' নামে ওই পর্ন অ্যাপ তৈরি করা হয়েছে কি না এবং ওই অ্যাপের মাধ্যমে কী হয়, তা জানেন না বলে দাবি করেন শিল্পা৷