Urvashi Rautela (Photo Credit: Instagram)

মুম্বই, ২৪ জানুয়ারি: প্যারিস ফ্যাশন উইকে কার্যত বোল্ড অবতারে হাজির ঊর্বশী রাউতেলা (Urvashi Rautela)। প্যারিস ফ্যাশন উইকে হাজির হয়ে ঊর্বশী রাউতেলা নিজের বিলাসবহুল বিমানের ছবি দেখালেন। যা দেখে চক্ষু চড়কগাছ অভিনেত্রীর অনুরাগীদের। ঊর্বশীর বিলাসবহুল বিমানে কী নেই? সেখানে সব ধরনের বিলাসবহুল আসবাব রয়েছে। বিলাসবহুল বিমানে বসে প্যারিস ফ্যাশন উইক ক্যাপশন জুড়ে একের পর এক পোজ দিতে শুরু করেন ঊর্বশী।

সম্প্রতি ক্রিকেটার ঋষভ পন্থকে (Rishabh Pant) নিয়ে বেশ কয়েকটি পোস্ট শেয়ার করেন ঊর্বশী রাউতেলা। যা নিয়ে অভিনেত্রীকে কটাক্ষের মুখে পড়তে হয়। ঋষভ পন্থ যখন মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হন, সেখানকার ছবি পোস্ট করেও কটাক্ষের মুখে পড়েন ঊর্বশী। নায়িকার পাশাপাশি তাঁর মা-ও হাসপাতালের ছবি পোস্ট করে নেটিজেনদের একাংশের হাসাহাসির মুখে পড়েন।

আরও পড়ুন:  Urvashi Rautela vs Rishabh Pant: পন্থকে এ কী বললেন ঊর্বশী রাউতেলা! শোরগোল নেটপাড়ায়

 

View this post on Instagram

 

যদিও ঋষভ পন্থের সঙ্গে তাঁর নাম জড়িয়ে যতই কটাক্ষ হোক না কেন, ঊর্বশী এ বিষয়ে কখনও কোনও মন্তব্য করেননি।