Sharmila Tagore, Saif Ali Khan, Kareena Kapoor, Taimur Ali Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ৩ মার্চ: তৈমুরের (Taimur Ali Khan) জন্মের পর এমন কিছু কথা শুনেছেন, যা ভবলে এখনও তাঁর গায়ে কাঁটা দেয়৷ পুরনো কথা মনে করতে গিয়ে এমনই জানালেন শর্মিলা ঠাকুর৷ অভিনেত্রী জানান, করিনা যদি জিকা ভাইরাসে আক্রান্ত হতেন, তাহলে তৈমুরের জন্ম হত না বলে অনেকেই শাপশাপান্ত করেন বলে জানান শর্মিলা (Sharmila Tagore)৷

আরও পড়ুন: Kareena Kapoor Video: পুরনো অবতারে ফিরলেন করিনা কাপুর, ভিডিয়ো দেখে ভালবাসা ছড়ালেন অনুরাগীরা

প্রসঙ্গত শর্মিলা-পুত্র সইফের সঙ্গে ২০১২ সালে গাঁটছড়া বাঁধেন করিনা (Kareena Kapoor Khan) ৷ সইফের (Saif Ali Khan) সঙ্গে বিয়ের পরই করিনাকে একের পর এক কটাক্ষের মুখে পড়তে হয়৷ বিশেষ করে তৈমুরের জন্মের সময়৷ ২০১৬ সালে তৈমুরের জন্ম হলে, একের পর এক কটাক্ষ উঠে আসতে শুরু করে৷ কেন সইফ-করিনা ছেলের নাম তৈমুর রেখেছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে৷

তৈমুরের জন্মের পর সম্প্রতি সইফ, করিনার জীবনে আসে জেহ আলি খান৷ জেহ-র নাম নিয়েও সইফিনাকে একাধিক কটাক্ষের মুখে পড়তে হয়৷