Nora Fatehi Spotted Crying At Mumbai Airport (Photo Credits: Instagram)

মুম্বই, ৭ জুলাইঃ কাঁদতে কাঁদতে মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) পৌঁছলেন বলিউড অভিনেত্রী নোরা ফতেহি (Nora Fatehi)। রবিবার, ৬ জুলাই বিকেলে বিমানবন্দরে দেখা যায় অভিনেত্রীকে। নোরাকে দেখা মাত্রই ঝলসে উঠতে শুরু করে পাপারাৎজির ক্যামেরার ফ্ল্যাশ। আর তখনই দেখা যায়, অভিনেত্রী কাঁদছেন। চোখের জল মুছতে মুছতে গাড়ি থেকে নেমে সোজা বিমানবন্দরের দিকে এগিয়ে যান তিনি। কী হয়েছে অভিনেত্রীর? কেন এমন হন্তদন্তভাবে বিমানবন্দরে আসলেন তিনি? ভক্তরা তাঁকে এই অবস্থায় দেখে বেশ উদ্বিগ্ন।

বিমানবন্দরে কাঁদতে কাঁদতে এলেন নোরা

এদিন বিমানবন্দরে কালো রঙের বডিকড জাম্পস্যুটে দেখা গিয়েছে নোরাকে। বিকেলবেলা নায়িকা তাঁর চোখ ঢেকে রেখেছিলেন সানগ্লাস দিয়ে। তাও বাধ মানল না তাঁর চোখের জল। কাঁদতে কাঁদতেই বিমানবন্দরের দিকে এদিয়ে গেলেন অভিনেত্রী। পিছনেই ছিলেন তাঁর নিরাপত্তারক্ষী। এক ভক্ত ছবি তোলার জন্যে নোরার কাছে আসেন। আর তখনই তেড়ে আসেন নোরার নিরাপত্তারক্ষী। ক্ষুব্ধভাবে ধাক্কা মেরে সরিয়ে দেন ওই ভক্তকে।

ভক্তকে ধাক্কা মেরে সরালেন নিরাপত্তারক্ষী

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

কাছের মানুষকে হারিয়েছেন অভিনেত্রী

এদিন বিমানবন্দরে আসার কিছুক্ষণ আগেই নোরা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি আরবি ভাষায় লেখেন, 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন'। তাঁর অর্থ দাঁড়ায়, 'প্রকৃতপক্ষে, আমরা সবাই আল্লাহর, এবং আমরা তাঁর কাছেই ফিরে যাব'। সাধারণত কোন মৃত্যুর খবর শুনে মুসলমানরা এই বাক্যাংশটি উচ্চারণ করেন। নোরা কার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।