Salman Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ২৯ নভেম্বর:  পাঞ্জাবি গায়ক গিপ্পি গ্রেওয়ালের কানাডার বাড়ি লক্ষ্য় করে গুলি চালানোর পর এবার সলমন খানের নিরাপত্তা নিয়ে ফের চিন্তায় প্রশাসন। গিপ্পি গ্রেওয়ালের কানাডার বাড়ি লক্ষ্য করে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের গুলি চালানোর পর সলমনের নিরাপত্তা আরও বাড়াল মুম্বই পুলিশ। বর্তমানে সলমন খান মুম্বই পুলিশের তরফে  ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান। ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তার পাশাপাশি সলমন খানকে যাতে সব সময় পুলিশের নজরদারিতে রাখা হয়, সে বিষয়েও করা হয় সতর্ক।

প্রসঙ্গত কৃষ্ণসার  শিকার মামলায় সলমন খান বিষ্ণোই সম্প্রদায়ের  মানুষের ভাবাবেগে আঘাত করেছেন বলে অভিযোগ। সলমন খানকে ক্ষমা চাইতে হবে। না হলে বিষ্ণোই সম্প্রদায়ের মানুষ কখনও অভিনেতাকে ক্ষমা করবেন না বলে হুমকি দেওয়া হয় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে।