মুম্বই, ১৫ মার্চ: টেলিভিশনের পর্দায় তাঁর হাসিখুশি মুখের ছবি দেখতে অভিযস্ত প্রত্যেকে। ভারতী সিং মানেই কৌতুক অভিনয়ের মাধ্যমে দর্শক থেকে অভিনেতা, প্রত্যেকের মুখে হাসি ফুটিয়ে তোলেন। তবে এবার সেই জনপ্রিয় কৌতুক অভিনেতা ভারতী সিংকে (Bharti Singh) নিজের জীবনের কথা খুলে বলতে শোনা গেল। সম্প্রতি নীনা গুপ্তার পডকাস্টে হাজির হন ভারতী সিং। সেখানে তিনি ছোটবেলার এমন কিছু কথা জানান, যা শুনে চোখে জল আসতে বাধ্য প্রত্যেকের।
ভারতী জানান, বাবার মৃত্যু হয়, যখন তাঁর বয়স মাত্র ২ বছর। ফলে সংসার চালাতে তাঁর অন্য ভাইবোনরা লেপ. কম্বল তৈরির কারখানায় কাজ শুরু করেন। ছোটবেলা থেকেই ভাইবোনদের দেখতেন তিনি, তাঁরা ছোট্ট ছোট্ট হাত দিয়ে ভারী কম্বল, লেপ টেনে নিয়ে যেতে। ওড়নায় সেলাই করতেন তাঁর মা। সংসার চালাতে, তাঁর দাদা, দিদিরা দিনে কারখানায় কাজের পর রাতে ওড়নায় সেলাই করতেন। তিনি লেপ, কম্বলের গন্ধ সহ্য করতে পারতেন না। কারখানার মেশিনের শব্দ অসহ্য লাগত। তা সত্ত্বেও কিছু করার ছিল না। তাঁদের অবস্থা এতটাই খারাপ ছিল যে পরিবারের প্রত্যেক সদস্যকে কাজ করতে হত বলে জানান ভারতী। তাই তিনি আর কখনও জীবনে এই ধরনের অসচ্ছ্বলতা দেখতে পারবেন না বলে জানা ভারতী সিং। এমনকী, বেশিরভাগ কৌতুকশিল্পীর পরিবারই আগে অসচ্ছ্বল ছিল বলেও মন্তব্য করেন ভারতী।
এসবের পাশাপাশি ভারতী আরও জানান, ছোটবেলায় তিনি দেখেছেন, তাঁর মা লোকের বাড়িতে কাজ করতেন। তিনি মায়ের সঙ্গে সেখানে যেতেন, দরজার কাছে বসে থাকতেন। সংসার চালাতে তাঁর মা লোকের শৈচাগারও পরিষ্কার করতেন। যখন মায়ের কাজ শেষ হয়ে যেত, তাঁরা পারিশ্রমিকের পাশাপাশি বিভিন্ন খাবর দিতেন। লোকের দেওয়া বাসি খাবারই তখন তাঁদের কাছে পেট ভরার উপকরণ হত বলে জানান ভারতী সিং।